West Bengal

দু’দিনের সফরে বাংলায় অমিত শাহ, থাকছে একাধিক কর্মসূচি, বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন শুভেন্দু

বিজ্ঞাপন

একুশের নির্বাচনের এক বছর কেটে গিয়েছে। এর মধ্যে বাংলায় আসেন নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে আজ, বৃহস্পতিবার তিনি পা রাখলেন ফের বাংলার মাটিতে। দু’দিনের সফরে বাংলায় এসেছেন শাহ। আর এই দু’দিনে ঢালাও কর্মসূচি রয়েছে তাঁর।

বিজ্ঞাপন

আজ, বৃহস্পতিবার নির্ধারিত সময় অনুযায়ীই সকাল ১০টায় দমদম বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। সেখান থেকে ১০টা ৩২ মিনিট নাগাদ হেলিকপ্টারে করে উড়ে যান। এদিন বিমানবন্দরে শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন অমিত শাহ্‌’র পা ছুঁয়ে আশীর্বাদ নেন শুভেন্দু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন হেলিকপ্টারে করে সুন্দরবন উড়ে গেলেন অমিত শাহ। সেখানে নানান কর্মসূচি রয়েছে তাঁর। হিঙ্গলগঞ্জে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন তিনি। সেই ওয়াটার অ্যাম্বুলেন্সে নিজেও চড়েন শাহ। সেই ওয়াটার অ্যাম্বুলেন্সের ভিতরের ব্যবস্থা বুঝিয়ে বলা হয় তাঁকে।

জানা গিয়েছে, এদিন বিএসএফ জওয়ানদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। সেখান থেকে অমিত শাহ যাবেন শিলিগুড়িতে। সেখানে একটি কর্মসূচি রয়েছে তাঁর। আজকের পর আগামীকাল, শুক্রবারও নানান কর্মসূচি রয়েছে শাহ্‌’র। এদিন তিনি যাবেন কোচবিহারে। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বলে রাখি, একুশের নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির পর আর বাংলায় আসেন নি অমিত শাহ। এলেন এক বছর পর। বঙ্গ বিজেপিতে এখন অন্তর্দ্বন্দ্ব ও দল ছাড়ার প্রবণতা দেখা গিয়েছে। এরই মধ্যে অমিত শাহ্‌’র এই বাংলা সফর যে বেশ তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading