রাজ্য

‘মরে গেলাম তো, আমাকে বার করতে পারছিস না তোরা…’, জেল থেকে অনুগামীদের কাতর কণ্ঠে বললেন অনুব্রত

আগস্টের ১১ তারিখ গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনমাসের বেশি সময় ধরে জেল খাটছেন তিনি। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক অস্বস্তি বেড়েছে তাঁর। শেষ শুনানিতে ফের ১৪ দিনের জেল হয়েছে কেষ্টর। এসবের মধ্যে অনুগামীদের উদ্দেশে কাতর কণ্ঠে অনুব্রত বললেন তাঁকে জেল থেকে বের করার কথা।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। এরপরই অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি ও টাকার হদিশ মেলে। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও একাধিক সংস্থার খোঁজ মেলে। আর এর উপর যোগ হয় অনুব্রত ও তাঁর মেয়ের একাধিকবার লটারি জেতার রহস্য।

শুধু তাই-ই নয়, কিছুদিন আগেই এই গরু পাচার মামলাতেই অনুব্রতকে গ্রেফতার করেছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদনও জানানো হয়েছে। এসবের মধ্যেই গত শুক্রবার ফের ১৪ দিনের জেল হেফাজত হয় অনুব্রতর।

চারিদিকে এত চাপ সত্ত্বেও দমে যান নি কেষ্ট। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তা নিয়ে কি কি প্রস্তুতি চলছে, তা জানতে চান তিনি। গত শুক্রবার আদালতে বসেই নিজের এলাকার খবর নেন কেষ্ট। সূত্রের খবর, বীরভূমের জেলা তৃণমূল সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়কে তিনি প্রশ্ন করেন, “পঞ্চায়েতে জিতবি তো”?

এ উত্তরে এলাকার খবর বিশদে জানান সকলে। সেই সময় অনুব্রত বলেন, “রাজা ছাড়া কী রাজত্ব চলতে পারে না? তোরা তো আমায় বের করতে পারছিস না। মরে গেলাম যে”। তাঁর এই কণ্ঠ থেকেই পরিষ্কার যে তিনি ভালো নেই।

debangon chakraborty

Related Articles

Back to top button