‘ক্ষমতায় আসলে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আগে শৌচাগার বানাব’ হঠাৎ এহেন মন্তব্য কেন করলেন অনুপম হাজরা?
“আমরা যদি রাজ্যে ক্ষমতায় আসি তাহলে প্রাক্তন শিক্ষা মন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শৌচাগার বানাব।” এবার সোশ্যাল মিডিয়াতে এরকমটাই পোস্ট করলেন বিজেপির শীর্ষ নেতা ডঃ অনুপম হাজরা। কিন্তু হঠাৎ করে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই কেন শৌচাগার বানাতে যাবে বিজেপি? এর কারণ হলো একটি ছবি যেটি পোস্ট করেছেন অনুপম স্বয়ং।
আরও পড়ুনঃ “আরামবাগ ওসির ওপর আমি নজর রাখছি”, ভোট প্রভাবিত করার জন্য নির্বাচন কমিশনের রোষানলে মমতা
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি অনুপম হাজরা একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাস্তার ধারে শৌচকর্ম সারছেন। যে ইলেকট্রিক বক্সের পাশে দাঁড়িয়ে তিনি এই কর্মটি করছিলেন সেই ইলেকট্রিক বক্সে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার সাঁটানো। ফলে ছবিটি একটি অন্য মাত্রা পেয়েছে।
বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে শৌচালয় সুনিশ্চিত করবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষা মন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জি'র বাড়িতে !!
Once we come into power,will ensure a toilet in evry house of Bengal, specially at Bengal's Ex Education Minister's house pic.twitter.com/8tNnEuArKc— Anupam Hazra (Dr. Anupam Hazra) (@tweetanupam) April 7, 2021
Related Posts
এই ছবি পোস্ট করেই অনুপম হাজরা জানিয়েছেন যে ক্ষমতায় আসার পর সবার আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি একটি শৌচাগার বানানো হবে যাতে তিনি খোলা রাস্তায় শৌচকর্ম না করেন। পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই পার্থবাবুর উদ্দেশ্যে তির্যক মন্তব্য করছেন। যদিও তৃণমূলের তরফে এই ব্যাপারে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি।