আর সাংসদ রইলেন না বাবুল, অবশেষে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফাপত্র গ্রহণ করলেন স্পিকার ওম বিড়লা

তিনি যা চেয়েছিলেন, অবশেষে তেমনটাই হল। ইস্তফাপত্র গ্রহণ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর থেকে আর সাংসদ থাকলেন না বাবুল সুপ্রিয়। তবে তাঁর হৃদয় জুড়ে যে আসানসোল রয়েছে, তা তিনি নিজেই জানালেন।
সিঙ্গল ফুল ছেড়ে জোড়াফুলে গিয়েছেন বাবুল। মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়া হছে তাঁকে। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, একথা নিজেই জানিয়েছেন তিনি। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন তিনি। স্পিকারের সঙ্গে কথা বলে ইস্তফাপত্র জমা দেন বাবুল। সেই সিদ্ধান্ত এবার বাস্তবায়িত হল।
গত মাসেই তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। এরপরই সাংসদ পদ ত্যাগের জন্য ইস্তফাপত্র জমা দেন। কিন্তু স্পিকার ওম বিড়লার সময় না হয়ে ওঠার কারণে সেই ইস্তফাপত্র গ্রহণ হচ্ছিল না এতদিন। তবে শেষ পর্যন্ত তা হল। এই সময়ের মধ্যেই বাবুল নিজের সংসদীয় তহবিলের অর্থ, খরচের জন্য মঞ্জুর করে দেন।
যেদিন বাবুল ইস্তফাপত্র জমা দেন, সেদিন তিনি বলেছিলেন, “বিজেপি শিবির থেকেই আমি রাজনীতির কেরিয়ার শুরু করেছি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সভাপতির প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা আমার প্রতি ভরসা রেখেছেন। কিন্তু আমি দলটা অন্তর থেকেই ছেড়েছি। তাই বিজেপির হয়ে আমার সাংসদ পদটাও রাখা উচিত নয়”।
সেই ইস্তফাপত্র অবশেষে গৃহীত হল। সাংসদ রইলেন না আর বাবুল সুপ্রিয়। এখন থেকে তিনি সম্পূর্ণভাবে তৃণমূলের সৈনিক হয়ে গেলেন। তবে আসানসোল থেকে ফের তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু বড় সুযোগ তাঁকে দেওয়া হবে বলেই যে তিনি পদ্ম ছেড়ে থেকে ঘাসফুলে ভিড়েছেন, তা আগেই জানিয়েছিলেন স্বয়ং বাবুলই।