একাধিক লোকাল ট্রেন বাতিল হাওড়া ও শিয়ালদহ শাখায়, সপ্তাহান্তে মহাবিপদের মুখে পড়বেন নিত্যযাত্রীরা, কোন সময়ে কী ট্রেন চলবে, জেনে নিন

রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তর ও তৃতীয় লাইন সম্প্রসারণের জন্য আগামী ২৭শে মে থেকে ২৯শে মে গোটা দু’দিন বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন। এর জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আর এর জেরেই কপালে চিন্তার ভাঁজ নিত্যযাত্রীদের।
সপ্তাহ দুয়েক ধরেই কাজ চলছে ব্যান্ডেল স্টেশনে। এর জেরে আংশিক সময় বন্ধ থাকছে রেল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু আগামীকাল থেকে গোটা দু’দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল জংশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশন। ফলে এই স্টেশনই দু’দিন বন্ধ থাকার খববে বেশ চিন্তায় পড়েছেন যাত্রীরা।
ব্যান্ডেল জংশনে এসে যুক্ত হয় বর্ধমান, নৈহাটি ও কাটোয়া এইন তিনটি লাইন। ব্যান্ডেল স্টেশনের রুট রিলে কেবিনটি আধুনিকীকরণ চলছে, ফলে বন্ধ থাকবে এই স্টেশন।
কবে কী কী ট্রেন চলবে, দেখে নিন এক নজরে,
২৭শে মে, শুক্রবার
- হাওড়ার জন্য শেষ ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে ছাড়বে যথাক্রমে দুপুর ১২টা ৫৫, সকাল ১০টা ২০ এবং দুপুর ২টো ১২ মিনিটে।
- ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়ার জন্য শেষ ইএমইউ লোকালগুলি হাওড়া থেকে ছাড়বে যথাক্রমে দুপুর ১টা ৩৩ মিনিটে, দুপুর ১২টা ৩০ এবং বেলা ১২টা ১০ মিনিটে।
- কাটোয়া ও নৈহাটির জন্য ব্যান্ডেল থেকে দুপুর ১২টা ৩৫ এবং ১২টা ৫২ মিনিটে ছাড়বে লোকাল।
- কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য সকাল ১১টা ১০ এবং দুপুর ১টা ৩০ মিনিটে শেষ ইএমইউ লোকাল ছাড়বে।
২৮ ও ২৯শে মে, শনিবার ও রবিবার
- এই দু’দিন ব্যান্ডেলে সমস্ত মেমু, ইএমইউ ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।
৩০শে মে, সোমবার
- প্রথম ইএমইউ লোকাল ব্যান্ডেল, বর্ধমান ও কাটোয়ার জন্য হাওড়া থেকে ছাড়বে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টো ২০ এবং ২টা ৩০ মিনিটে।
- হাওড়ার জন্য প্রথম ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টা ৪৫ এবং ৩টে ১০ মিনিটে ছাড়বে।
- কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য প্রথম লোকাল যথাক্রমে দুপুর ১টা ১৫ এবং বিকেল ৪টে ৮ মিনিটে ছাড়বে।
- কাটোয়া এবং নৈহাটির জন্য প্রথম ইএমইউ লোকাল যথাক্রমে বিকেল ৪টে ৩০ এবং ৩টে ৪১ মিনিটে ছাড়বে।
এছাড়াও বাতিল করা হয়েছে শিয়ালদহ ও বর্ধমান এবং শিয়ালদহ ও কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল, হাওড়া ও মেমারির মধ্যে দু’জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু। একাধিক এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। এগুলি হল- বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, প্রথম স্বাধীন সংগ্রাম এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস।