রাজ্য

‘মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা, এ তথ্য সম্পূর্ণ ভুল, মা সারদাকে অমর্যাদা করেছেন নির্মল, ভাবাবেগে আঘাত করেছেন’, ক্ষোভ জারি বেলুড় মঠের

মা সারদাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় রূপে পুনর্জন্ম নিয়েছেন, এমন বিবৃতি দিয়েছেন তৃণমূল নেতা নির্মল মাজি। এই নিয়ে মা সারদার নানান উক্তি ও সংখ্যাতত্ত্বের ব্যাখ্যা দেন তিনি। তাঁর এমন মন্তব্যের ভিডিও তুমুল ভাইরাল হয় আর তা নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়। এবার তৃণমূল নেতার এহেন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানানো হল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের তরফে।

মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ তাঁর ভিডিও বার্তায় স্পষ্ট বলেন, “আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে সম্প্রতি কোনও এক রাজনৈতি নেতা তাঁর বক্তৃতায় বলেছেন, শ্রী শ্রী মা সারদা দেবী নাকি দেহত্যাগের আগে রামকৃষ্ণ মিশনের মহারজদের বলে গিয়েছেন, তিনি এর পরে মানবী রূপে দক্ষিণ কলকাতায় আবির্ভূত হবেন। শ্রী শ্রী মাকে নিয়ে যা যা প্রামাণিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তাতে এরকম কোনও তথ্য নেই”।

এরপর মহারাজ প্রশ্ন তোলেন যে, “এই নেতা এমন অদ্ভুত তথ্য পেলেন কোথায়? কী ভাবে তা প্রকাশ্য সভায় বললেন? তা আমাদের বুদ্ধির অগোম্য”। স্বামী সুবীরানন্দ জানান, নির্মল মাজির এহেন মন্তব্যের পরে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুগামী ও ভক্তরা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। এই কারণেই এই ভিডিও বার্তা দেন তিনি।

এই ভিডিও বার্তায় স্বামী সুবীরানন্দ আরও বলেন, “আমাদের পরম আরাধ্যা সারদাদেবীর মর্যাদাহানি করেছেন। ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করার কোনও উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সকলের মায়ের এই অসম্মান দুঃসহ বলে মনে হচ্ছে”। সারদা মায়ের কথা বলতে গিয়ে সুবীরানন্দ যোগ করেন, “তিনি শুধু মহিয়সী নারীই নন, তিনি সীতা, রাধারানি, বিষ্ণুপ্রিয়াদেবী পর্যায়ের আধ্যাত্মিক ব্যক্তিত্ব”।

ঠিক কী বলেছিলেন নির্মল মাজি?

গত রবিবার ‘প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের’ বাঁকুড়া জেলা সম্মেলনে যোগ দেন নির্মল মাজি। সেদিনে ওই সভামঞ্চ থেকে নির্মল মাজিকে বলতে শোনা যায়, “মা সারদা মারা যাওয়ার পূর্বে স্বামী বিবেকানন্দের শিষ্য ও সতীর্থদের কাছে কয়েকটি কথা বলে যান। তিনি বলেন যে, তাঁর মৃত্যু হয়ে গেলেও পরবর্তী জন্মে কালীঘাটের কালীতীর্থে জন্মগ্রহণ করবেন। পরের জন্মে ত্যাগ কর্মের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কথা বলেন তিনি”।

তিনি আরও বলেন, “সম্প্রতি আমি দক্ষিণেশ্বর মন্দিরে যাই এবং সকল সংখ্যা তত্ত্ব মিলিয়ে আপনারা বুঝতে পারবেন যে, এই যুগে মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন আসলে মা সারাদা। মা সারদাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে জন্মগ্রহণ করেছেন”। তাঁর সংযোজন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম অষ্টমী-নবমী তিথিতে। এই তিথিতে যার জন্মগ্রহণ হয়, তিনি নবরূপে উন্মোচিত হয়। বর্তমান যুগে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা, তিনিই সিস্টার নিবেদিতা”।

Related Articles

Back to top button