West Bengal

বড়সড় রদবদল ঘটে গেল বিজেপিতে, ঘোষণা হল বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম

বিজ্ঞাপন

বেশ বড় রদবদল করল বিজেপি। ঘোষণা করা হল বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম। বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই নানান কানাঘুষো চলছে বটে। তবে গেরুয়া শিবির তা স্বীকার করতে নারাজ। এমনকি, বঙ্গ বিজেপির মধ্যেও মাঝেমধ্যেই উঠে আসে নানান গোষ্ঠীকোন্দলের কথা।

বিজ্ঞাপন

গত বছরই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তিত হয়েছে। দিলীপ ঘোষের বদলে নতুন রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। তবে আদি-নব্যের দ্বন্দ্ব বঙ্গ বিজেপিতে চলমান। নতুন রাজ্য সভাপতির সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতির সম্পর্কটা তেমন মধুর নয়। দিলীপ ঘোষ মাঝেমধ্যেই সুকান্ত মজুমদারকে নিয়ে নানান আক্রমণ শানিয়ে থাকেন বৈ কী!

বিজ্ঞাপন

তবে এবার বিজেপির রাজ্য সভাপতির বদল আর বাংলায় নয়, ঘটল উত্তরপ্রদেশ ও ত্রিপুরাতে। উত্তরপ্রদেশে দলের নতুন রাজ্য সভাপতি নির্বাচন করা হল ক্যাবিনেট মন্ত্রী ভূপেন্দ্র সিং চৌধুরীকে। অন্যদিকে, ত্রিপুরায় বিজেপির নয়া রাজ্য সভাপতি হলেন রাজীব ভট্টাচার্য।

বিজ্ঞাপন

স্বতন্ত্র দেব সিংকে সরিয়ে ভূপেন্দ্র সিং চৌধুরীকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মূলত জাঠ সম্প্রদায়ের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইছে বিজেপি। আর সেকারণেই ভূপেন্দ্র সিংকে এবার রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আসলে কৃষি আইন নিয়ে যখন দেশে আন্দোলন শুরু হয়, সেই সময় জাঠ সম্প্রদায়ই আন্দোলনের প্রথম সারিতে ছিল। সেই সময় বেশ ব্যাকফুটে চলে যায় বিজেপি। সেই কারণে এবার সেই জাঠ সম্প্রদায় থেকেই রাজ্য সভাপতি নিয়োগ করে কৌশলী পদক্ষেপ নিলন বিজেপি, এমনটাই মাই ওয়াকিবহাল মহলের।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পূর্ব উত্তরপ্রদেশের বাসিন্দা। সেক্ষেত্রে ভূপেন্দ্র সিং চৌধুরীকে রাজ্য সভাপতি নিয়োগ করে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করতে চাইল বিজেপি। ভূপেন্দ্র সিং চৌধুরী আদতে পশ্চিম উত্তরপ্রদেশের বাসিন্দা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading