WB Election 2021: রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হল বিজেপির পোস্টার-ব্যানার, উত্তেজনা রানীগঞ্জে

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল বনাম বিজেপি দ্বন্দ ততই প্রকট হচ্ছে। নানান জায়গায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিজেওই কর্মীদের উপর হামলার বা বিজেপির পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলার। এরকমই ফের এক অভিযোগ উঠল শাসকদলের দিকে। অভিযোগ আসানসোলের রানীগঞ্জে রাতের অন্ধকারে বিজেপির পোস্টার-ব্যানার ছিঁড়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও, তৃণমূলের তরফে এই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে।
রাজ্য জুড়ে ভোট প্রচারে ব্যস্ত বিজেপি। এই কারণে শাসকদলের বিরুদ্ধে ‘আর নয় অন্যায়’ নামের কর্মসূচী করছে গেরুয়া দল। এই কর্মসূচীর জন্যই রানীগঞ্জে শহরের বাঁশড়া মোড়, রাম বাগান, ও পাঞ্জাবী মোড়-সহ আশেপাশের এলাকায় বেশ কিছু বিজেপির পোস্টার ও ব্যানার লাগানো হয়। কিন্তু অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা এই সমস্ত পোস্টার-ব্যানার ছিঁড়ে দিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।
স্থানীয় বিজেপির তরফে অভিযোগ, এই কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। তাদের দাবী, তৃণমূলের পা থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে, তাই এই সমস্ত কাজ করছে তারা। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই বিষয়ে তৃণমূলের রানীগঞ্জের ব্লক সহ-সভাপতি জ্যোতি সিং পাল্টা দাবী করেন যে শিল্পাঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। তাই প্রচার পাওয়ার জন্য বিজেপি নিজেরাই নিজেদের পোস্টার-ব্যানার ছিঁড়ে সেই দোষ তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে।
প্রসঙ্গত, এ মাসেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মালদার সফরের আগে ঠিক এভাবেই সেই শহরেই ছিঁড়ে ফেলা হয়েছিল নাড্ডার পোস্টার, ফেস্টুন, ব্যানার। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে তৈরি হয়েছিল গভীর অসন্তোষ। কিন্তু সেবারও এই একইভাবে শাসকদলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়।