WB Election 2021: মোদীর সভা থেকে ফেরার পরই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ

মোদীর সভা থেকে ফেরার পথেই আক্রান্ত বিজেপি নেতা। গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালি থানার মামজোয়ান এলাকায়। বিজেপি নেতাকে প্রথমে ধারালো অস্ত্র কোপানো হয়। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবী ওঠে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
সূত্রের খবর অনুযায়ী, জখম ওই বিজেপি নেতার নাম নিত্যানন্দ সরকার। বাড়ি মামজোয়ান এলাকাতেই। মামজোয়ান এলাকার ১৯ নম্বর বুথের বিজেপির সভাপতি তিনি। গতকাল গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়। সেখান থেকে ফেরার পর তাঁর বাড়ির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করেন। তখনই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- অমিত শাহ্’র নির্দেশেই গুলি চলেছে মাথাভাঙায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী মমতার
গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। তাঁর শরীরে একাধিক চোট রয়েছে। কিছু পরেই ঘটনাস্থলে পৌঁছন রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস। দলীয় কর্মীদের নিয়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলা হয়।
আরও পড়ুন- বেমালুম চলছে ছাপ্পা ভোট, হাতেনাতে দোষীকে ধরতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়
বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের অভিযোগ, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ কায়েম করার জন্য আমাদের বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে গুলি চালিয়ে খুন করার চেষ্টা করে”। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, “স্থানীয় ফেরিঘাটের টেন্ডার নিয়ে দুই সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে অশান্তি বেঁধেছিল। তার জেরেই এই ঘটনা। ভোটের আগে আমাদের নামে দোষ দিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিজেপি”। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।