মহালয়ায় বাগবাজার ঘাটে তর্পণ করবেন কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেননরা। সঙ্গে থাকবেন মুকুল, রাহুল!

বিগত বছরের মতো এই বছরও মহালয়ার (Mahalaya) পূণ্য তিথিতে বাগবাজার ঘাটে ‘শহিদ’ (Martyr) দলীয় কর্মীদের উদ্দেশ্যে তর্পণ করার উদ্যোগ নিয়েছিল গেরুয়া শিবির(BJP)। অতিমারীর পরিস্থিতিতে এই উদ্যোগের পথে এসেছে বাঁধা। আর তাই করোনাকালীন (Covid-19 situation) পরিস্থিতির কথা মাথায় রেখে এই বছরের জন্য শুধু দক্ষিণবঙ্গের ‘শহিদ’ পরিবারগুলিকে নিয়েই তর্পণ করবেন পদ্ম শিবিরের নেতা মন্ডলী। মোট ২২টি পরিবারকে বিজেপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন কর্মসূচির তদারকিতে থাকা বিজেপি নেতা সৌরভ শিকদার (Sourav Shikdar)।মহালয়ায় বাগবাজার ঘাটে তর্পণ করবেন পশ্চিমবঙ্গে নিয়োজিত কেন্দ্রের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) ও অরবিন্দ মেনন (Arvind Menon)। সঙ্গে থাকবেন মুকুল রায় (Mukul Roy), রাহুল সিনহা(Rahul Sinha)।
ইতিমধ্যেই বাগবাজার ঘাটে তর্পণের জন্য বাঁধা মঞ্চ খুলে দিয়েছে পুলিশ। ঘাটে পুলিস মোতায়েন রয়েছে। একইসঙ্গে সকাল থেকেই বাগবাজার ঘাটে উপস্থিত থাকতে দেখা গেছে মহিলা পুলিশকেও। সকালে বিজেপি কর্মীরাও গঙ্গাঘাটে আসেন। শহিদদের পরিবারের লোকজনরাও আসেন। পরে তর্পণ করতে আসা বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে চলে গেলেও গোটা এলাকা ঠিক এই ভাবে ঘিরে রাখে পুলিশ। ছিলেন ডিসি নর্থও।