জেল থেকে মুক্তির পর বিধানসভায় গেলেন নওশাদ, আইএসএফ বিধায়ককে কাছে পেয়েই আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরলেন বিজেপি বিধায়ক

জেল থেকে মুক্তির পর আজ, সোমবার প্রথম বিধানসভায় যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawshad Siddiqi)। বিধানসভা থেকেই রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তাঁর কথায়, আন্দোলন চলছে, চলবে। শুধু তাই-ই নয়, নওশাদকে সামনে পেয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Sarkar)। নওশাদকে জড়িয়ে ধরেন তিনি।
আজ, সোমবার সকাল পৌনে ১১টার সময় বিধানসভা যান নওশাদ। ধর্মতলার অশান্তির পর ভেঙে গিয়েছিল তাঁর গাড়ি। সেই ভাঙা গাড়ি নিয়ে বিধানসভায় যান আইএসএফ বিধায়ক। এদিন বিধানসভায় বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে নওশাদকে। কেউ কেউ আবার তাঁকে জড়িয়েও ধরেন।
এদিন নওশাদের মুখে ছিল ‘যুদ্ধ জয়ের হাসি’। বিধানসভায় এদিন নওশাদকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বিজেপি বিধায়ক তথা শিল্পী অসীম সরকার। নওশাদ জড়িয়ে ধরেন তিনি। এই নিয়েই বেশ চর্চা শুরু হয়েছে। দুই দলের বিধায়কের এই সৌজন্যে নেপথ্য কেউ কেউ আবার অন্য রহস্যের ইঙ্গিত পাচ্ছেন।
বিধানসভায় উপস্থিত হয়ে শাসকদলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামবে না। এভাবে কন্ঠরোধ করা যাবে না”। এদিন জেলের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
নওশাদের বলেন, “আপনারা আমার ট্র্যাক রেকর্ড দেখতে পারেন, আমি প্রতিদিন বিধানসভায় আসি। হয় কিছু বলি না হয় শিখি। বাজেট অধিবেশনে এত গুলো দিন আমি আসতে পারিনি। খুব আফশোস হচ্ছিল। আমি জেলে কোনও সুবিধাও নিইনি। ফলে টিভিও দেখতে পাইনি যে কী হচ্ছে”।