রাজ্য

‘নতুন বছরেই আদালতে যাব’, আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শীতল কপাটের

আবাস যোজনার (Awas Yojna) সমীক্ষায় গরমিলের অভিযোগ অনেক আগে থাকতেই উঠে আসছে। সেই কারণে সমীক্ষার সঙ্গে যুক্ত কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট (Shital Kopat)। নতুন বছরেই আদালতে যাওয়ার কথা জানালেন তিনি। ঘাটালের আইসিডিএস কর্মী (ICDS worker) ও আশা কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিজেপি বিধায়ক (BJP MLA)।

বিজেপি বিধায়কের দাবী, আবাস যোজনার তালিকায় যেসমস্ত বাড়ি প্রাপকদের নাম উঠে এসেছে, তাদের অধিকাংশেরই নিজস্ব পাকাবাড়ি রয়েছে। এদের মধ্যে আবার এমন কিছুজন রয়েছেন, যারা এর আগে গীতাঞ্জলী আবাস প্রকল্পে বাড়ি পেয়েছিলেন। বিজেপি বিধায়কের অভিযোগ, অন্যান্য প্রকল্পে বাড়ি পাওয়া সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিধায়ক অভিযোগ করেন, এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের অধিকাংশই তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের নানান পদে রয়েছেন। এমনকী, এই তালিকায় যুক্ত হয়েছে পঞ্চায়েত বিভাগের নানান পদে থাকা ব্যক্তিদের নামও, এমনটাই অভিযোগ করেন শীতল কপাট।

বিধায়কের কথায়, “দলীয়ভাবে আমরা ঠিক করেছি আগামী বছরের প্রথমেই সেই সমস্ত কর্মীদের নামে আমরা মামলা দায়ের করব, যাঁরা সার্ভের কাজে যুক্ত হয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ভুল তথ্য পরিবেশন করেছেন। বিধায়কের এই হুমকির পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের মধ্যে”।

অন্যদিকে, এই বিষয়ে ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন, “বিজেপি বিধায়ক আশা কর্মীদের ভয় দেখাচ্ছেন। আমরা প্রশাসনকে বারে বারে বলেছি আবাস যোজনায় স্বচ্ছতা আনতে। তৃণমূল কর্মী হোক, বা নেতাই হোক যাঁর পাকা বাড়ি থাকবে, তাঁর নাম কেটে উপযুক্ত ব্যক্তিদের বাড়ি দেওয়ার আবেদন জানিয়েছি। আর বিজেপি এখন এইসব নাটক করছে। ওরা দুর্নীতিতে ভরপুর”।

Related Articles

Back to top button