রাজ্য

দলে ‘কোণঠাসা’ হওয়া তৃণমূল নেতার বাড়ি হাজির বিজেপি বিধায়ক, চা-যোগে চলল দীর্ঘক্ষণ কথাবার্তা, পঞ্চায়েত নির্বাচনের নয়া সমীকরণ?

কিছুদিন আগেই দলের একাংশের বিরুদ্ধে মুখ খোলার কারণে কার্যত দলে কোণঠাসা হয়েছেন বাঁকুড়ার তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল মুখোপাধ্যায়। এবার সেই ‘কোণঠাসা’ হওয়া নেতার বাড়িতেই হাজির হতে দেখা গেল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে। এই নিয়েই শুরু হয়েছে তরজা। পঞ্চায়েত নির্বাচনের আগে কী তবে কোনও নয়া সমীকরণ তৈরি হতে চলেছে বাঁকুড়ার রাজনীতিতে? উঠেছে প্রশ্ন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে ওন্দা ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে পঞ্চায়েত প্রধানরা আধিকারিকদের সঙ্গে নিয়ে লুট চালাচ্ছে।

শুধু তাই-ই নয়, পঞ্চায়েত নির্বাচনের দলীয় টিকিট বিক্রি করার অভিযোগও তোলেন তৃণমূলের অঞ্চল সভাপতিদের বিরুদ্ধে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এমনভাবে প্রকাশ্যে মুখ খোলায় বেশ অস্বস্তিতে পড়ে তৃণমূল। ওই সহ সভাপতিকে রাজনৈতিক ভাবে কার্যত কোনঠাসা করে রাখে।

গতকাল, বুধবার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা যান দলে ‘কোণঠাসা’ হয়ে পড়া ওই তৃণমূল নেতার বাড়িতে। বিধায়ককে বেশ আপ্যায়ন করে চা খাওয়ান শ্যামল মুখোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় দু’পক্ষের মধ্যে।

তবে বিজেপি বিধায়কের সঙ্গে তাঁর ঠিক কী কথা হয়েছে, তা নিয়ে কিছু জানাতে চান নি শ্যামল মুখোপাধ্যায়। অন্যদিকে, বিজেপি বিধায়কের কথায়, এটা ছিল শুধুমাত্রই সৌজন্য সাক্ষাৎ। শ্যামল মুখোপাধ্যায় কী বিজেপিতে যোগ দেবেন? সেই জল্পনাও কিন্তু জিইয়েই রাখলেন বিজেপি বিধায়ক।

এই নিয়ে তৃণমূল নেতৃত্বের দাবী, যে কেউ যখন-তখন যে কোনও দলে যেতেই পারেন। দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা তাঁরাই বলতে পারবেন। তবে বাড়িতে শত্রু এলেও তাঁকে আপ্যায়নের কথা বলেন দলনেত্রী। বিধায়ক বাড়িতে যাওয়ায় তাঁকে আপ্যায়ন করে শ্যামলবাবু সঠিক কাজই করেছেন।

debangon chakraborty

Related Articles

Back to top button