West Bengal

আজ পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে পুনরায় দিলীপ ঘোষের পথ আটকালো প্রশাসন

বিজ্ঞাপন

আজ ফের একবার বিজেপি রাজ্য সভাপতি, শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের গাড়ি আটকালো পুলিশ প্রশাসন। গতকাল বারুইপুর, বাসন্তী, ক্যানিং এ যাওয়ার পথে এবং আজ পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে বাবোত্তর হাটে তাঁর গাড়ি আবারও আটকে রাখল পুলিশ।

বিজ্ঞাপন

আজ পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে পুনরায় দিলীপ ঘোষের পথ আটকালো প্রশাসন 2

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে শতাব্দীর সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল আমাদের বাংলা। গত বুধবার ১৮৫ কিমি প্রতি ঘন্টা বেগে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোর ওপর। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আর অন্যদিকে দুমাস ধরে রাজ্যবাসী লড়ে চলেছে মারণ করোনার ভাইরাসের সাথে। সমাজের এই বিপর্যয়ের দিনে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক নেতা মন্ত্রীরাই। কিন্তু সবক্ষেত্রেই বারবার বাঁধা পেয়েছেন বঙ্গ বিজেপির নেতানেত্রীরা।

বিজ্ঞাপন

আজ পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে পুনরায় দিলীপ ঘোষের পথ আটকালো প্রশাসন 3

বিজ্ঞাপন

এই দুর্যোগের মধ্যে প্রায় ধ্বংস হয়ে যাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রাকে একটু স্বাভাবিক করতে চেয়ে আবার একবার বাঁধার সম্মুখীন হলেন দিলীপবাবু। এর আগে করোনার ত্রাণ বিলির সময়ও রাজ্য পুলিশ তাঁকে বাঁধা দেয়। আর এবারও মহিষাদল-হলদিয়া-কাঁথির (পূর্ব মেদিনীপুর জেলার) দূর্গত এলাকা পরিদর্শনের পথে; বাবোত্তরহাটের পরমানন্দপুর গ্রামে, ব্লক-নন্দকুমার এলাকায় বিশাল পুলিশ বাহিনী তাঁর পথ অবরোধ করে| এতে দিলীপবাবু মন্তব্য প্রকাশ করে বলেন, ‘আমার রাস্তা না আটকে এত পুলিশকে ত্রাণের কাজে নামালে হয়তো মানুষের অনেক সুবিধা হত।’ এই সমস্ত ঘটনা বারবার প্রমান করছে এই রাজ্যে যে কোনো পরিস্হিতিতেই রাজনীতি হয়, তাতে মানুষের সমস্যা হোক কিংবা না হোক।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading