রাজ্য

WB Election 2021: বিজেপি প্রার্থীর প্রচারের তোড়জোড়, তার আগেই রাতভোর বোমাবাজি চলল সাঁইথিয়ার গ্রামে

সারারাত ধরে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল সিউড় ২-ব্লকের জানুরি গ্রাম। আগামী ২৯শে এপ্রিল সাঁইথিয়ায় নির্বাচন। এই কারণে জনসংযোগ গড়ে তুলতে এই কেন্দ্রে আজ রবিবার প্রচারে আসার কথা বিজেপি প্রার্থী প্রিয়া সাহার।

কিন্তু তাঁর প্রচারে আসার আগের রাত থেকেই বোমাবাজি শুরু হয় ওই এলাকায়। বিজেপি কর্মীদের পতাকা লাগানো শেষ হওয়ার পরই কিছু বহিরাগতরা গ্রামে ঢুকে বোমাবাজি শুরু করে। বোমার একাধিক ছাপ রয়েছে গ্রামের নানান জায়গায়।

আরও পড়ুন- মোদীর সভা থেকে ফেরার পরই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ 

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূল বাইরে থেকে লোক ঢুকিয়ে বোমাবাজি চালাচ্ছে। আবার এদিকে, তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে যে, বিজেপি ক্ষমতায় আসার আগেই বোমাবাজি করে মানুষকে ভয়ে রাখতে চাইছে।

আরও পড়ুন- অমিত শাহ্’র নির্দেশেই গুলি চলেছে মাথাভাঙায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী মমতার 

এই বিধানসভা কেন্দ্রে প্রিয়া সাহার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী নীলাবতী সাহা। ২০১৬ সালের বিধানসভা ভোটেও এই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। তৃণমূলের সঙ্গে বিজেপি এই নতুন প্রার্থীর টক্কর হতে চলেছে। নাম ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করেছেন প্রিয়া। এর আগেও এই এলাকায় প্রচারে আসেন তিনি। মন্দিরে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। আদি-নব্য লড়াইয়ে এই কেন্দ্রে এখন কে এগিয়ে থাকে, এখন সেটাই দেখার।

debangon chakraborty

Related Articles

Back to top button