West Bengal

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়কে, কোনওভাবেই ভর্তি হওয়া যাবে না উডবার্নেঃ হাইকোর্ট

বিজ্ঞাপন

সম্প্রতিই তাঁর নাম সরাসরি জড়িয়েছিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। এই নিয়ে জলঘোলা কম হয়নি। গতকালই এই মামলায় তদন্তকারী দল রিপোর্ট জমা দিয়ে জানায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে যে কমিটি গঠন হয়েছিল, তা সম্পূর্ণ বেআইনি।

বিজ্ঞাপন

এবার এসএসসি গ্রুপ ডি ও নবম ও দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে যে আজ, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতেই হবে।

বিজ্ঞাপন

এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় তাঁর রায়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না। আদালত এও জানিয়েছে যে প্রয়োজনে সিবিআই তাঁকে গ্রেফতারও করতে পারে।

বিজ্ঞাপন

সূত্রের খবর, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে রয়েছেন তৃণমূলের পার্টি অফিসে। আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের কন্ট্রোল রুমের দায়িত্বে সুব্রত বক্সি ও চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেই রয়েছেন পার্থ। এ দিকে খবর পাওয়া যাচ্ছে, আদালতের সিদ্ধান্তের স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading