West Bengal

সারদাকাণ্ডে নাটকীয় মোড়! নজরে এক প্রভাবশালী জনপ্রতিনিধি! আয়কর দফতরকে চিঠি সিবিআইয়ের

বিজ্ঞাপন

পট পরিবর্তন হচ্ছে সারদাকাণ্ডের (Sharda scam)! চিটফান্ড দুর্নীতির তদন্তে সিবিআই-এর নজরে এবার গিয়ে পড়েছে প্রভাবশালী এক জনপ্রতিনিধির ওপর। আর সেই তদন্তে এবার আয়কর দফতরকে চিঠি দিল সিবিআই (CBI)।

বিজ্ঞাপন

তবে কেন আয়কর দপ্তর কে চিঠি দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? জানা যাচ্ছে ২০১৪-১৫ সালে আয়কর দফতরের তরফে একটি নতুন স্কিমের ঘোষণা করা হয়। যেখানে আয়কর ছাড়ের সুযোগ দেওয়া হয়। সেইসময় ওই প্রভাবশালী জনপ্রতিনিধি (powerful public figure) নগদে ২৬০ কোটি টাকা জমা দেন। এরপর ওই জনপ্রতিনিধির আয়কর জরিমানা হয় ১০৪ কোটি টাকা। ওই প্রভাবশালী ব্যক্তির নগদে জমা দেওয়া টাকা নিয়েই সন্দিহান সিবিআই।

বিজ্ঞাপন

আর এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ (in details) তথ্য আদায়ের জন্য আয়কর দফতরকে চিঠি দিয়েছে সিবিআই। আয়কর দফতরকে কাছে ওই সংক্রান্ত নথি তলব করেছে সিবিআই। তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, সারদা সহ চিটফান্ডের টাকা নগদে জমা দেওয়া হয়েছিল ওই আয়কর স্কিমে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading