রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের আগেই বড় লক্ষ্মীলাভ বাংলার, রাজ্যকে ১১০০০ কোটি টাকা পাঠাল মোদী সরকার, বেজায় খুশি মমতা

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এর আগে বড়সড় লক্ষ্মীলাভ হল রাজ্যের। ফের বাংলাকে বিপুল অঙ্কের টাকা অনুমোদন (money approval) করল মোদী সরকার (Modi Government)। কর বাবদ রাজ্যগুলি যে টাকা পায়, তা মার্চের মধ্যেই মিটিয়ে দিল কেন্দ্র। আর এর জেরে বাংলা পেয়েছে ১০ হাজার ৬৪২ কোটি টাকা।

এই মুহূর্তে বাংলার রাজকোষের অবস্থা খুবই খারাপ। টাকার অভাবে মেটাতে পারছে না বকেয়া ডিএ। আর সেই নিয়ে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মাঝেমধ্যেই এই ইস্যু নিয়ে মেজাজ হারিয়ে ফেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানান জনসভায় এই নিয়ে কেন্দ্রকে আক্রমণও করছেন তিনি। তাঁর কথায়, কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না। জিএসটির টাকা দিচ্ছে না বলেও তিনি আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। এবার কর বাবদ দেশের সমস্ত রাজ্যকেই টাকা দিল মোদী সরকার।

চলতি মাসেই বাংলার জন্য শিক্ষাখাতে ২ হাজার ৬৫০ কোটি বরাদ্দ করে মোদী সরকার। চলতি বছরের জুন মাস থেকে কিস্তির ভিত্তিতে টাকা জমা পড়বে রাজ্যের খাতে। এমনকী, শর্তসাপেক্ষেই বাংলায় আবাস যোজনায়ও টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মোট ১১ লক্ষ বাড়ি তৈরির জন্য ৮,২০০ কোটি টাকা।

গত বছর নভেম্বর মাসে ৯৯৫ কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করেছিল কেন্দ্র। পাঁচ মাস পর বকেয়া সেই টাকা পায় বাংলা। এছাড়াও, সর্বশিক্ষা অভিযানের টাকাও পায় রাজ্য কেন্দ্রের থেকে। পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্র রাজ্যকে দু’দফায় টাকা দিল। তবে এখনও ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা পাওয়ার জন্য কেন্দ্রকে আক্রমণ করে যায় মমতা সরকার।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য এখন তোলপাড়। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতার। আবার মিড ডে মিল থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, নানান ক্ষেত্রে উঠেছে দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠিও লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণে কিছু ক্ষেত্রে এখন কেন্দ্র টাকা বরাদ্দ বন্ধ রেখেছে।

debangon chakraborty

Related Articles

Back to top button