রাজ্য

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, সারারাত ধরে চলল গুলিগালা-বোমাবাজি, প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের, উত্তপ্ত ইসলামপুর

তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হল দক্ষিণ দিনাজপুরের ইসলামপুর। রাতভর চলতে থাকে গুলিগালাজ, হতে থাকে বোমাবাজি। এই বিবাদের জেরে প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার। স্থানীয় তৃণমূল নেতার ভাই তিনি। এই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ইসলামপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিবাদ রয়েছে তৃণমূল জেলা সভাপতি ও ব্লক সভাপতির মধ্যে। এলাকা কার দখলে থাকবে, তা নিয়ে চলছে থাকে লড়াই। তবে গতকাল, বুধবার রাতে তা ভয়ঙ্কর আকার ধারণ করে। দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা হয়। ধীরে ধীরে তা গড়ায় গুলি ও বোমাবাজিতে।

এই বিবাদের জেরে স্থানীয় তৃণমূল নেতার ভাই তথা সিভিক ভলান্টিয়ার সাকিব আখতারের বাড়ি হানা দেয় কয়েকজন। সেই সময় বাড়িতেই ছিলে  ওই সিভিক ভলান্টিয়ার। তাঁর বাড়ি ঘিরে চলতে থাকে গুলিগালা। পড়তে থাকে বোমা। সেই ঘটনাতেই জখম হয়ে প্রাণ হারান ওই সিভিক ভলান্টিয়ার।

সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, এমনটাই দাবী জানিয়েছেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী।

এই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ইসলামপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক করিম চৌধুরী। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কানাইয়ালাল আগরওয়াল বা জাকির হোসেনের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এলাকায় নতুন করে যাতে কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয়, সেই কারণে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীর।

debangon chakraborty

Related Articles

Back to top button