West Bengal

WB Election 2021: মসৃণ হচ্ছে জোটের পথ! বামেদের পর এবার কংগ্রেসও আব্বাসকে নিজের জেতা আসন ছাড়ার পক্ষে সম্মতি জানাল

বিজ্ঞাপন

বামেরা আগেই নরম ছিল এবার কংগ্রেসও সেই পথেই হাঁটল। ভাইজানের দাবীর সিংহভাগ বিধানভবনে মেনে নেওয়া হল। এর জেরে জোটের জটিলতা কাটতে পারে বলেই আন্দাজ করা যাচ্ছে। নিজেদের ঝুলিতে থাকা বেশ কয়েকটি আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়তে সম্মতি জানাল হল কংগ্রেসের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোটের দুই শরিক সিপিএম ও কংগ্রেসের আসনরফা চূড়ান্ত করতে বুধবার রাতে বৈঠক বসে। তবে বৈঠক শেষ হওয়ার আগেই বৈঠকের মাঝপথে বেরিয়ে যায় কংগ্রেস। তখনই তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাদের জেতা আসন ভাইজানকে তারা একেবারেই ছেড়ে দেবে না। দক্ষিণবঙ্গের বেশ কিছু আসন দাবী করেছিল আব্বাস সিদ্দিকিরা। কিন্তু কংগ্রেস সেই আসন দিতে রাজি না হওয়ায় জোটের ভিতরে বিতর্ক শুরু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ফের উঠল ‘বিষ্ণুমাতা’র কথা! অমিত শাহকে হিন্দুত্বের পাঠ দিতে গিয়ে ভুল সরস্বতী মন্ত্র বললেন মমতা

বিজ্ঞাপন

এরপর গতকাল, বৃহস্পতিবার বিকেলে নিজেদের মধ্যে কথা বলেন বিধান ভবনের তিন শীর্ষনেতা অধীর চৌধুরী, আবদুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্য। সেই আলোচনায় স্থির হ্যজে আব্বাসের দাবি মেনে আটটি আসন ভাইজানকে ছেড়ে দেবে কংগ্রেস। কিন্তু বালিগঞ্জ ও বন্দর আসন নিয়ে এখনও কোনও কিছু স্থির করা হয়নি বলে বিধান ভবন সূত্রে খবর। এই দুটি আসন কংগ্রেস নিজেদের দখলেই রাখতে চায় বলে জানা গিয়েছে। এদিকে, ২৮ তারিখের আগে প্রদেশ সভাপতি শহরে আসবেন না। বাকি দুই কংগ্রেস নেতাও দলীয় কাজে ব্যস্ত থাকবেন। তাই ব্রিগেড সমাবেশের আগে আর তিন পক্ষ মুখোমুখি আলোচনার সম্ভাবনা আর নেই। তাই যা জটিলতা রয়েছে তা আলিমুদ্দিন ফুরফুরা শরিফের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে পাড়ে বলে জানা গিয়েছে। আবার মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরেও এখনও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- Amit Shah in Bengal: দুর্নীতিবাজদের পাতাল থেকে খুঁজে এনে জেলে পাঠানো হবে, কাকদ্বীপের সভা থেকে শাহ্’র হুঁশিয়ারি

অন্যদিকে, নিজেদের ভেতরের সমস্যা মেটাতে বুধবার সন্ধ্যায় বামফ্রন্ট আরএসপির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে আলিমুদ্দিন। এই বৈঠকে ঠিক হয় যে জোটের পক্ষে ইতিবাচক জঙ্গিপুর আসনটি সিপিএম আরএসপিকে ছেড়ে দেবে। এর পরিবর্তে বরানগর আসনটি আরএসপির থেকে আলিমুদ্দিন দাবি করেছে। জানা গিয়েছে, আজ, শুক্রবার ফের একবার বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা আরেক ছোট শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আলোচনায় বসবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading