সাঁইথিয়া সভার আগে সংকটের মুখে শুভেন্দু! বিজেপি নেতার টাকা নেওয়ার ছবির পোস্টারে ছয়লাপ এলাকা, ঘোর অস্বস্তিতে গেরুয়া শিবির

সাঁইথিয়া সভার আগেই বেশ সংকটের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এক বিতর্কিত পোস্টারে ছেয়ে গেল গোটা এলাকা। এই পোস্টারকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, এ কাজ করেছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
আজ, শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় সভা করার কথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। প্রস্তুতিও নেওয়া হয়েছে জোরকদমে। কিন্তু এরই মধ্যে বিপত্তি। গতকাল, বৃহস্পতিবার রাতে বীরভূম স্টেশন চত্বর ও এলাকার নানান জায়গায় শুভেন্দু অধিকারীর একটি বিতর্কিত পোস্টার চোখে পড়ে সকলের।
কী ছিল পোস্টারে?
নারদা কাণ্ডের তদন্তের সময় একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেই ভিডিওতে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছিল। সেই ভিডিওরই একটি ছবি পোস্টারে ব্যবহার করা হয়েছে। এই পোস্টারের নীচে লেখা, “চোর ধরো, জেলে ভরো”।
এই পোস্টারকে কেন্দ্র করে গোটা এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায়। বিজেপির জেলা সভাপতির এই পোস্টার প্রসঙ্গে বলেন, “শুভেন্দু অধিকারীর সভা নিয়ে মানুষের উচ্ছ্বাস আমি নিজে চোখে দেখেছি। তৃণমূল এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে। অনুষ্ঠানের আগে অশান্তি তৈরি করতে তৃণমূলের ছেলেরা পোস্টারিং করেছে”।
অন্যদিকে, তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই অভিযোগকে ভিত্তিহীন বলেই দাবী ঘাসফুলের শিবিরের। তৃণমূলের শহর সভাপতি দেবাশিস সাহা বলেন, “আমরা এরকম পোস্টার দিইনি। মানুষের মনে হয়েছে, তাঁরা দিতে পারে”।