রাজ্য

Laxmi Ratan Shukla’s post: পদত্যাগের পর সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট লক্ষ্মীরতনের, তৈরি হচ্ছে জল্পনার জাল

শেষ কয়েকদিন ধরেই লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগকে ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তাঁর এই পদত্যাগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহজভাবে মেনে নিলেও, তা কিছুতেই মানতে পারছেন না কুণাল-অরূপরা। মন্ত্রিত্ব ছাড়ার পর থেকেই তাঁর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটূক্তি। গতকালই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল লক্ষ্মীকে ভেড়ার সঙ্গে তুলনা করে বলেন, “অনেক সময় ভেড়ার দল কৃষকের গোয়ালে ঢুকে পড়ে”।

এভাবেই একাধিক বিরূপ মন্তব্যের স্বীকার হয়েছে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর আজ, বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রথম কোনও মন্তব্য করলেন লক্ষ্মীরতন। যদিও তা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে, কিন্তু তাঁর এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজের ক্রিকেটের ময়দানে হাতে আঁকা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন করেন লক্ষ্মী। ক্যাপশনে লেখেন “একজন সত্যিকারের নেতা বা অধিনায়ক শুধুমাত্র নিজে খেলেন না, তার সঙ্গে নিজের দলকেও খেলান”।

লক্ষ্মীর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিস্তর জল্পনা। তিনি কী এই পোস্টের মাধ্যমে অরূপ রায়কে কোনও বার্তা দেওয়ার চেষ্টা করলেন, সেই প্রশ্নই এখন সকলের মনে। নাকি সৌরভের সঙ্গে নিজের ছবি পোস্ট করে তিনি এটা বোঝাতে চাইলেন যে তিনি সৌরভের দলে রয়েছেন?

আজই হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন, এই নিয়ে গত কিছুদিন ধরে নানান কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে। সৌরভ যদি বিজেপিতে যোগ দেন, তবে লক্ষ্মীও তাঁর পথই অনুসরণ করবেন, এমনটাই কী তাহলে ফেসবুক পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন লক্ষ্মী? এই নিয়েও উঠেছে প্রশ্ন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার লক্ষ্মীর পদত্যাগের পর অরূপ রায় বলেন যে লক্ষ্মী ভোটের আগেই সেনাপতির দায়িতে থেকে সরে গিয়েছেন। তিনি এও বলেন যে লক্ষ্মীকে ছাড়া দলের কোনও ক্ষতি হবে না। এরপর লক্ষ্মীরতনের এমন পোস্ট ঘিরে তৈরি হল আরও জল্পনা।

Related Articles

Back to top button