রাজ্য

রাম মন্দিরের উদ্বোধন করলেন তৃণমূল মন্ত্রী! রাজ্য রাজনীতিতে ঘনীভূত হচ্ছে জল্পনা

এদিকে তৃণমূল সুপ্রিমো ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনেই রেগে যাচ্ছেন, ভগবান রামকে উত্তর ভারতের দেবতা বলে দাগছেন। আর অন্যদিকে সেই রাজ্যের তৃণমূল নেতা তথা মুখ্যমন্ত্রীর কাছে মানুষ স্বপন দেবনাথ আবার রাম মন্দিরের উদ্বোধন করলেন। এই নিয়েই রাজ্য রাজনীতিতে বাড়ছে উদ্বেগ। ক্রমশই জল্পনা ঘনীভূত হচ্ছে যে স্বপনবাবুও কী তবে গেরুয়া শিবিরের দিকেই পা বাড়াচ্ছেন? তবে এ নিয়ে সেরকম কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি।

এদিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের ভাতছালা গ্রামে একটি রাম মন্দিরের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই বিষয়ে তিনি বলেন, “এই এলাকায় আগে থেকেই একটা রাম-সীতা ও লক্ষ্মণের মন্দির ছিল। সেই পুরনো ইতিহাসকে জিইয়ে রেখেই এই মন্দির গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে”। তিনি এও জনান যে এক বছর আগে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ মন্দিরের উদ্বোধন হল।

সামনেই বিধানসভা নির্বাচন। এর ঠিক আগেই রাম মন্দির উদ্বোধনের ঘটনাকে ভালো চোখে দেখছে না বিজেপি। পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন যে শুধুমাত্র ভোটের জন্যই এসব করা হচ্ছে। রাম মন্দির গড়ার নামে স্বপন দেবনাথ নাটক করছে বলে দাবী করেন কৃষ্ণ ঘোষ। তিনি এও বলেন যে, জনগণ সব মনে রাখবে ও ইভিএম-এর মাধ্যমেই এর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, তৃণমূলের কোনও নেতাই রামভক্ত নন। তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক মদন মিত্র ভারতে ‘জয় শ্রী রাম’ ধ্বনিকে নিষিদ্ধ করার দানিতে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও জারি করেছেন। এরই মধ্যে তৃণমূল নেতা স্বপন দেবনাথের রাম মন্দির উদ্বোধনের ঘটনা যে বেশ তাৎপর্যপূর্ণ, তা স্পষ্ট বোঝাই যাচ্ছে। স্বপনবাবুর রাজনৈতিক অবস্থান নিয়েও উঠছে প্রশ্ন।

debangon chakraborty

Related Articles

Back to top button