দেশরাজ্য

Covid-19: বাংলায় তীব্রতা বাড়াচ্ছে করোনা! একদিনে মৃত্যু ১০০, দৈনিক সংক্রমনের হিসেবে বিশ্ব রেকর্ড ভারতের

করোনা মহামারীতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। নিজের রেকর্ডকে নিজেই ভেঙ্গে চলেছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসের হানায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় যা রেকর্ড তৈরি করেছে। একদিনে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন। একদিনে বাংলায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৭৪ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৮৪.৮৬ শতাংশ।

তবে গত বছরের মতো এই বছরেও পশ্চিমবঙ্গে সবচেয়ে জটিল করোনা পরিস্থিতি উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৫ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।

স্বাস্থ্য দফতরের বুলেটিন মারফত খবর, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৫ হাজার ৮৭৮। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৭ হাজার ৭৭২। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৪৪৭। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৫৯।

এবার দেখে নিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা! দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। বিশ্বের কোনও দেশে এখন‌ও দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি।শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের।

আরও পড়ুন- কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড? কোনটা বাছবেন? কোন টিকা বেশি কার্যকরী? পড়ে নিন

করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। এদিকে দেশে করোনা প্রাণ কেড়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

debangon chakraborty

Related Articles

Back to top button