বিরাট বাঁচোয়া! পশ্চিমবঙ্গে হচ্ছেনা ঘূর্ণিঝড় যশের ল্যান্ডফল, মুখ ঘুরছে ওড়িশার দিকে

আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশার বালেশ্বরে হবে ঘূর্ণিঝড় যশের ল্যান্ডফল। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে অভিমুখ বিজ্ঞানীদের পর্যবেক্ষণ করেছেন তাতে স্পষ্ট হয়েছে, অল্পের জন্য রক্ষা পাবে পশ্চিমবাংলা। কলকাতার ধার ঘেঁষে বেরিয়ে যশ। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার মতো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে! গতি বাড়িয়ে বুধবার দুপুরেই আছড়ে পড়তে পারে “যশ”
তবে বিজ্ঞানীদের আশঙ্কা করছেন ওই দিন রয়েছে পূর্ণিমা। যশ যদি পূর্বনির্ধারিত সময়ের আগেই স্থলভাগে প্রবেশ করে তাহলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে পরিস্থিতি। কারণ বুধবার সকাল ৯টা সাড়ে ৯টা থেকেই পূর্ণিমা। তখন সমুদ্র প্রাকৃতিক নিয়মেই উত্তাল থাকে। এরপর ঘূর্ণিঝড়ের সংযুক্তিকরণ ঘটলে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।