রাজ্য

বিজেপি নেত্রীর মেয়ের ‘হানি ট্র্যাপে’ শাসক-বিরোধী দলের নেতারা, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার মূল পাণ্ডা

শাসক-বিরোধী উভয় রাজনৈতিক দলের নেতা, পুলিশকে হানি ট্র্যাপে ফেলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। এই অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রীর মেয়ে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লি গ্রামে। হাড়োয়া বিজেপি মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়ের মেয়ে প্রিয়াঙ্কা রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আজ, বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরেই উত্তর ২৪ পরগনার নানান ব্লকের নানান থানা এলাকায় রাজনৈতিক দলের নেতাদের ‘হানি ট্র্যাপে’ ফেলেছিলেন প্রিয়াঙ্কা রায়। প্রথমে মোবাইলে কথাবার্তা, তারপর হোয়াটসঅ্যাপ ফেসবুকে ছবি আদানপ্রদান করে দেখা-সাক্ষাৎ। এভাবেই সব চলত।

এরপর মেলামেশার সময়ে সেই ব্যক্তিদের বিরুদ্ধে কখনও ধ’র্ষ’ণ বা আবার কখনও ধ’র্ষ’ণের চেষ্টার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হত প্রিয়াঙ্কা। সবটাই পরিকল্পনা করেই করত সে। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা হাড়োয়ার বিধানসভার বিজেপির নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধে ২০১৯ সালে ধর্ষণের অভিযোগ করেছিল প্রিয়াঙ্কা ও সে গ্রেফতারও হয়।

শাসক-বিরোধী সমস্ত দলের নেতাদের সঙ্গেই সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। এই সুযোগে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করে সে। এর ফলে নানান সময় নানান রাজনৈতিক নেতারা গ্রেফতারও হয়েছেন। সবটার নেপথ্যেই চক্রান্ত। নানান সময়ই প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল।

স্বরূপনগর থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ও তাকে গ্রেফতার করা হয়। বসিরহাট মহকুমা আদালত পাঠানো হয় প্রিয়াঙ্কাকে। তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে খবর, প্রিয়াঙ্কা জেরার মুখে এভাবে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর কথা স্বীকার করে নিয়েছে।

এর পিছনে বড় কোনও প্রতারণার ছক রয়েছে কী না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বসিরহাট মহকুমা সাইবার ক্রাইম দফতরে সাইবার অপরাধের মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে হাড়োয়া মণ্ডলের বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক নমিতা রায় নিজের মেয়েকে নিয়ে বলছেন, “আমার মেয়েকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কোনও টাকাপয়সা সে নেয়নি। সম্পূর্ণ মিথ্যা”।

অন্যদিকে, বিজেপি নেতা রাজেন্দ্র সাহার কথায়, “দলের নেত্রী মেয়ে হয়ে কী করে দলকে কালিমালিপ্ত করছে? বিরোধীদের আত্মসম্মান নিয়ে খেলা করছে। দল দৃষ্টান্তমূলক শাস্তি দিক”।

বসিরহাট মহাকুমার তৃণমূলের আইএনটি সভাপতি কৌশিক দত্ত বলেন, “বিজেপি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকেও করে না, যেসব খারাপ মানুষকে তৃণমূল জায়গা দেয়নি, তারাই বিজেপি দল করেন। তাদেরই দলের নেতানেত্রীরা এর সঙ্গে যুক্ত প্রশাসন”।

debangon chakraborty

Related Articles

Back to top button