রাজ্য

‘এটা মোদী বা দিদির ট্রেন নয়, রাজনৈতিক বাহন নয়, শিক্ষার অভাবেই ঢিল’, বন্দে ভারতে হামলার ঘটনায় সাফ জবাব দেবের

একদিকে ছবি মুক্তি, তার উপর সেই ছবি নিয়ে বিতর্ক, ছবির বক্স অফিস সংগ্রহ, ছবির নানান কাজ, সব মিলিয়ে বিগত কিছুদিন বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে তাঁর। তবে তাঁর ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ছবি ‘প্রজাপতি’ (Prajapati) শত বিতর্ক সত্ত্বেও ব্যাপক হিট। এখন আপাতত একটু সময় পেতেই সাংসদের কাজে মনোনিবেশ করলেন দেব (Dev)। ছুটলেন নিজের সংসদীয় এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।

গতকাল, সোমবার ঘাটালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। এদিন আবাস দুর্নীতি থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা নানান রাজনৈতিক ইস্যু নিয়েই মুখ খোলেন তিনি। প্রজাপতি বিতর্কের প্রসঙ্গ তুলে নিজের দলের কর্মীদের বার্তাও দেন দেব।

এদিন আবাস যোজনায় বিতর্ক নিয়ে দেব বলেন, “যাদের পাকা বাড়ি আছে তারা আবার বাড়ি পাচ্ছে, অথচ যাদের মাথার উপরে ছাদ নেই তারা পাচ্ছে না। এটা ভুল হচ্ছে। সে আমার দলই হোক বা অন্য কোনো দল, যেটা ভুল সেটা ভুল। যাদের প্রাপ্য তাদেরই সুবিধা পাওয়া উচিত”।

শুধু তাই-ই নয়, প্রজাপতি বিতর্ক নিয়ে এদিন ঘাটালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “আমি আর মিঠুনদা যদি বাবা ছেলের মতো থাকতে পারি তাহলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষরা কেন লড়াই করছে। রাজনীতি মানে মানুষের পাশে থাকা, আপদে বিপদে থাকা”।

উদ্বোধনের পর থেকেই বারবার হামলা হয়েছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে। সেই ঘটনা নিয়ে চলছে রাজনৈতিক তরজা। একে অপরকে শানাতে কসুর করছে না শাসক-বিরোধী উভয় দলই। এই রাজনৈতিক বিতর্ক নিয়ে এবার সরব হয়ে দেব বলেন, “এটা মোদী বা দিদির ট্রেন নয়। সাধারণ মানুষের ট্রেন। কোনো রাজনীতির বাহন নয়। শিক্ষার অভাবেই ট্রেনে ঢিল মারা, আগুন লাগানোর মতো কাজ করা হয়”।

এমনিতে বিরোধীদের বিরুদ্ধে বা তাদের শানাতে খুব একটা শোনা যায় না সাংসদ দেবকে। তবে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন তিনি। বলেন, “যে কোনও বাঙালিই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখলে খুশি হবে। কর্মীরা সকলেই দলনেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান”।

debangon chakraborty

Related Articles

Back to top button