রাজ্য

‘সাংসদ তহবিলের টাকা আটকে রেখে রাজ্য সরকার সুদ খাচ্ছে’, ফের মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

উন্নয়ন নিয়ে তিনি বারবার রাজ্য সরকারকে তোপ দেগেছেন। তাঁর সঙ্গে রাজ্য সরকারের তরজা নতুন কিছু নয়। এবার নিজের এলাকার উন্নয়ন প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে  বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি। সরকারকে খোঁচা দিয়ে তাঁর বক্তব্য, “সাংসদ তহবিলের ৭০ লক্ষ টাকা আটকে রেখে সুদটা খাচ্ছে রাজ্য সরকার”।

দিনকয়েক আগেই মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে সুর ছড়িয়েছিলেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ ছিল, মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ বা এমকেডিএ রাজনৈতিক স্বার্থের কারণে কোনও ছোটো কাজের অনুমতি দিচ্ছে না। এই অভিযোগের পর এবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি।

ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লেখেন, “মেদিনীপুর-খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে সাংসদ তহবিল থেকে দেওয়া প্রায় ৭০ লক্ষ টাকা আটকে রাখা হয়েছে। যে টাকা সাধারণ মানুষের সেবার জন্য ব্যয় করা উচিত, সেটা রাজনৈতিক স্বার্থে আটকে রাখার কারণ কী? একদিকে সরকার বলে নাকি টাকা নেই। তাহলে এই বরাদ্দগুলো কার নির্দেশে আটকে রাখা হচ্ছে? নাকি টাকাটা আটকে রেখে সুদটা খাচ্ছে রাজ্য সরকার”?

দিলীপ ঘোষের এই পোস্টকে ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে। ফের শাসক-বিরোধী তরজা তুঙ্গে। তবে দিলীপ ঘোষের এই অভিযোগ অস্বীকার করেছেন এমকেডিএ-র চেয়ারম্যান দীনেন রায়। তিনি দাবী করেছেন যে তিনি মাত্র কিছুদিন আগেই মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়েছেন। তাই তাঁর পক্ষে এখনই কিছু বলা সম্ভব হবে না। তবে তিনি এও জানিয়েছেন যে তিনি সমস্ত নথিপত্র তৈরির নির্দেশ দিয়েছেন।

Related Articles

Back to top button