রাজ্য

‘চাকরি দেবে না সেটা আগেই বলতে পারত, চাকরি দেওয়ার ইচ্ছাই নেই’, টেট আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বেলাগাম তোপ দিলীপের

করুণাময়ীতে এখনও হকের চাকরির জন্য আন্দোলন করে যাচ্ছেন টেট উত্তীর্ণরা (TET aspirants)। আমরণ অনশনের দাবী তুলেছেন তারা। এবার তাদের পাশে দাঁড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ, বুধবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণ সেরে তিনি বলেন, “ওরা নিজের অধিকারের জন্য লড়ছে। সরকারের চাকরি দেওয়ার ইচ্ছা বা ক্ষমতা কোনওটাই নেই”।

এদিন দিলীপ ঘোষ বলেন, “পরিস্থিতি চরম দিকে এগোচ্ছে। চাকরিপ্রার্থীরা নিজেদের অধিকারের দাবিতে লড়ছেন। আমরা সবাই ওদের পাশে আছি। কিন্তু এই সরকারের চাকরি দেওয়ার ইচ্ছা বা ক্ষমতা কোনওটাই নেই”।

মেদিনীপুরের সাংসদের কথায়, “যত লোক নেবে বলেছিল, তত লোক তো নেয়নি। তাহলে আগে থেকে বলে দিল না কেন যে আর নিতে পারবে না। এখন বলছে, আর নেব না। তাহলে এদের কী হবে”?

দিলীপবাবু আরও বলেন, “এরা সরকার চালাতে পারছে না। সব বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। মানুষ এখন তৃণমূলের থেকে পরিত্রাণ চাইছে”।

বলে রাখি, গত সোমবার টেট উত্তীর্ণরা করুণাময়ীর মোড়ে প্রাথমিক শিক্ষা দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখান। তাদের দাবী, তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। গোটা রাত চলে বিক্ষোভ। আজ সকালে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ তাদের বিক্ষোভ তুলে নিতে বললেও, তাতে কর্ণপাত করেন নি তারা। মঙ্গলবার আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে ৭২ ঘণ্টার মধ্যে তাদের নিয়োগ না করা হলে তারা আমরণ অনশন করবেন। আজ, বুধবারও অব্যাহত তাদের সেই দাবী।

Related Articles

Back to top button