West Bengal

কাল আমাদের শহিদ তর্পণ করতে বাধা দেওয়া হয়েছে। ২০২১-এ গঙ্গায় তৃণমূলের তর্পণ করব আমরা। দিলীপ উবাচ

বিজ্ঞাপন

আসন্ন ২১এর বিধানসভা (Assembly election) ভোটে বাংলার মসনদে জয়ের স্বপ্নে বিভোর বিজেপি (BJP)। আর আজ মহালয়ার দিনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায় প্রচ্ছন্ন হুঁশিয়ারির সঙ্গে ফের সেই স্বপ্নের আত্মবিশ্বাসই যেন ঝরে পড়ল। বঙ্গ বিজেপি কান্ডারী এদিন বলেন, “আমিও সব মন্দিরে গিয়ে বলছি ২০২১-এ শুভ শক্তির জয় হোক, অশুভ শক্তির বিনাশ হোক। কাল আমাদের শহিদ তর্পণ করতেও বাধা দিয়েছে। ২০২১-এ গঙ্গায় তৃণমূলের তর্পণ করব আমরা।”

বিজ্ঞাপন

করোনা আবহেই বিধানসভা ভোট নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। একইসঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে চেষ্টাও ক্রমে চালিয়ে যাচ্ছে মানুষ। আর এরই মাঝে পাশা বদলের নেশায় মেতেছে বঙ্গ রাজনীতির দুই প্রধান দলই। স্ট্র্যাটেজিতে টেক্কা দিতে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়েছে সব শিবির‌ই।

বিজ্ঞাপন

একই সঙ্গে জিএসটি(GST) নিয়ে তৃণমূলের প্রতিবাদকেও কটাক্ষ করেন তিনি। বলেন, “তৃণমূলের খালি টাকা চাই। ওদের তো সব থেকে বেশি টাকা মদ থেকে আসে। অন্য বড় রাজ্য কীভাবে চলছে! তাঁরা তো এত টাকা টাকা করছে না!”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading