রাজ্য

‘তৃণমূল থেকে এলেই এখন সন্দেহ হয়’, বিপ্লব ওঝার বিজেপি-যোগ প্রসঙ্গে দিলীপ, পরোক্ষভাবে কী শুভেন্দুকেই নিশানা বিজেপি সাংসদের?

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গড়ে হানা দিয়েছে বিজেপি (BJP)। গতকাল, মঙ্গলবারই সকালে তৃণমূল ছেড়ে বিকেলে বিজেপিতে যোগ দেন নলহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বীরভূমের জেলা তৃণমূল সহ-সভাপতি বিপ্লব ওঝা (Biplab Ojha)। অনুব্রত মণ্ডলের সচিব পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে এভাবে বিরোধী দলে যোগ দেওয়ায় এর প্রভাব যে নির্বাচনে পড়বে, তা বলাই বাহুল্য। এই যোগদান নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আজ, বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপ্লব দেবের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “অনেকেই আসতে চাইছেন। বীরভূমে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী কেউ সুখে ছিলেন না। সেখানে কিছু লোক করে খাচ্ছিল। এখন তৃণমূলের ভাল লোকেরাও সমাজের চোখে ছোট হয়ে গিয়েছন। তাঁদেরকেও লোকেরা ওই চোখে দেখছেন। তাই তাঁরা আত্মগ্লানিতে ভুগছেন। এরাই দল বদল করে আসতে চাইছেন”।

এখানেই শেষ নয়, তাঁর আরও সংযোজন, “আমাদের এখানে তো সব সময় যোগদান লেগেই থাকে। কে কেন যোগদান করছেন, তা বলতে পারব না। যাঁরা যোগ দান করিয়েছেন, তারা নিশ্চই খোঁজখবর নিয়েই করেছেন। এখন তো তৃণমূল থেকে এলেই  সন্দেহ হয়, জানি না কোন কালি আবার লেগে আছে”।

তাঁর এহেন মন্তব্যে বেশ জল্পনা তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এমন মন্তব্য করে কী তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন? কারণ শুভেন্দুও তো তৃণমূল ত্যাগীই। আর সাম্প্রতিককালে দেখা গিয়েছে যে শুভেন্দু ও দিলীপের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে। একে অপরকে বিঁধেও কথা বলছেন তারা। তাই দিলীপের এই মন্তব্য যে পরোক্ষভাবে শুভেন্দুকেও বলা হতে পারে, সে জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার দলের উপর ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূল ত্যাগ করে বিপ্লব ওঝা বলেন, “আমি তৃণমূলের কংগ্রেসের সঙ্গে সমস্ত সংস্পর্শ ত্যাগ করছি। তার পিছনে কারণ রয়েছে। দলে এক বছর ধরে কোনও গুরুত্ব নেই। আমাকে কোনও মিটিং-মিছিলে ডাকা হয় না। মনে হচ্ছে দলে আমি বোঝা হয়ে গিয়েছে”।

এর পরই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়। তাঁকে প্রশ্ন করা হলে সেই সময় কোনও স্পষ্ট উত্তর দেন নি তিনি। তবে এর জবাব মেলে এদিন বিকেল হতেই। মঙ্গলবার বিকেলে নলহাটিতে শুভেন্দু অধিকারীর সভায় বিজেপিতে যোগ দেন বিপ্লব ওঝা।

debangon chakraborty

Related Articles

Back to top button