রাজ্য

তৃণমূলের ‘খেলা হবে’ দিবসের সূচনা করলেন দিলীপ ঘোষ, ইকো পার্কে ফুটবল খেলায় মাতলেন বিজেপির রাজ্য সভাপতি

আজ ১৬ই আগস্ট। আর এদিনই ‘খেলা হবে’ দিবস পালন করা হবে বলে ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনে এই ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করেই প্রচারে নেমেছিল তৃণমূল। রাতারাতি বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিল এই স্লোগান।

তৃতীয়বার রাজ্য জয়ের পর এবার তৃণমূলের লক্ষ্য দিল্লির মসনদ। এই কারণে এই খেলা হবে স্লোগানকে আরও ছড়িয়ে দিতে এটিকে দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে তৃণমূলের তরফে ঘোষণা করা হলেও বিজেপির তরফেই প্রথম এই ‘খেলা হবে’ দিবসের সূচনা হল বলেই মনে হচ্ছে।

প্রায় প্রতিদিন সকালেই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে আজ, সোমবার তাঁকে একটু অন্য মেজাজেই দেখা গেল। ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর ফুটবল খেলায় মাতলেন তিনি। সে ছবি নিজে পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়েই ব্যাপক শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

এদিন ফুটবল খেলা নিয়ে বেশ নস্টালজিক হয়ে পড়েন দিলীপবাবু। উঠে আসে তাঁর ছোটবেলার কথাও। তিনি বলেন, “আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলছি। কখনও কাদার উপর বাতাবি লেবু আবার কখনও প্লাস্টিক দিয়ে বেঁধে খেলতাম। ওরা খেলাকে রাজনীতি ও হিংসার পর্যায়ে নিয়ে গিয়েছে। সিন্ডিকেট, কাটমানির খেলায় নিয়ে গিয়েছে। আমার চাই ফুটবল খেলা হোক। নতুন প্রজন্ম শরীরচর্চা করুক। বাংলার সম্মান আরও বাড়ুক। ফুটবল খেলছি। গতকাল ক্রিকেটও খেলেছি। কিছু না কিছু রোজ করি”।

তবে তিনি যা ভেবেই আজকের দিনে ফুটবল খেলতে নামুন না কেন, নেটিজেনরা কিন্তু এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি। ছবির কমেন্ট বক্সে কেউ লিখেছেন, “দিলীপদা খেলা হবে দিবসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার”। কেউ লিখেছেন, “দিদির বানানো ইকো পার্কে ফুটবল খেলে কেমন লাগল জানাবেন”। আবার কারোর মতে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে খেলা হবে দিবস পালন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে”। এইভাবে নানান মানুষ নানান বাক্যবাণে বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতিকে।

debangon chakraborty

Related Articles

Back to top button