‘সিবিআই যদি সত্যি সত্যি কাজ করত…’, ফের একবার তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বিতর্ক উস্কে দিলেন দিলীপ ঘোষ

দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। আজ মহাসপ্তমী। রাস্তায় রাস্তায় নেমেছে মানুষের ঢল। আর অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দিন কাটছে জেলের ভিতর। শুধু পার্থই নন, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে রাজ্যের একাধিক শিক্ষা আধিকারিকদেরই পুজোটা কাটছে সিবিআইয়ের (CBI) হেফাজতে থেকেই। আর এরই মধ্যে সিবিআইকে নিয়ে একটি বিতর্কমূলক মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা বাংলায় পড়েছে শোরগোল। এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আপাতত তিনি রয়েছেন সিবিআই হেফাজতে। এছাড়াও, সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল ও নানান শিক্ষা আধিকারিকরাও।
এমন আবহে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধনে যান নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী উদ্বোধন (নাকতলা) করতে গেলেন না। সিবিআই যদি সত্যি সত্যি কাজ শুরু করে, তবে এরম বহু ঘটনা ঘটবে”। তাঁর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ‘সিবিআই সত্যি সত্যি কাজ শুরু করে’ বলতে কী বোঝাতে চাইলেন বিজেপি সাংসদ? এর অর্থ কি তাহলে সিবিআই যথাযথভাবে নিজের কাজ করছে না? সেই প্রশ্নই মাথাচাড়া দিয়েছে এখন।
তবে এ প্রথমবার নয়, এর আগেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। বলেছিলেন, “সিবিআই এর চেয়ে ইডি ভালো। বেশ কয়েকটি ক্ষেত্রে সিবিআইয়ের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছিল। তারা নিজেদের কাজ ঠিক মতো করছে না। এর থেকে অনেক ভালো ইডি”। যদিও তাঁর এই মন্তব্যের প্রসঙ্গে বিজেপির কোনও নেতৃত্বকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
মমতার পুজোর উদ্বোধন নিয়ে এদিন মেদিনীপুরের সাংসদ বলেন, “পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা দিয়ে ভাড়া করেছে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ডাকতো না। আসলে গরিবের টাকা দিয়েই এই সকল ফুটানি করা হচ্ছে”।