West Bengal

‘রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, তাই বিশ্বকর্মাও বাংলা থেকে পালিয়েছে’, রাজ্যের কর্মসংস্থান নিয়ে ফের শাসকদলকে বিঁধলেন দিলীপ ঘোষ

বিজ্ঞাপন

রাজ্যে শিল্প হচ্ছে না, চাকরিও নেই, আর সেই কারণেই রাজ্য থেকে বিশ্বকর্মা পালিয়েছেন। আজ, শনিবার মেদিনীপুর জেলার খড়গপুরের (Kharagpur) বগদা থেকে শিল্প নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন বগদা এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭২তম জন্মদিন উপলক্ষ্যে ‘চায় পে চর্চা’তে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন বিজেপি সাংসদ।

বিজ্ঞাপন

এদিন তিনি বলেন, “এই বছর বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি হতাশা জনক এবং ম্যাড়ম্যাড়ে হচ্ছে। শিল্প নেই, আর বিশ্বকর্মা পুজোয় টাকা আসতো সিন্ডিকেট ও কাটমানির টাকা থেকে। সেই টাকাও নেই। তাই বিশ্বকর্মা পুজোর জৌলুস চলে গেছে। শিল্প নেই চাকরি নেই তাই বিশ্বকর্মা পূজা করবে কে? বিশ্বকর্মা বাংলা থেকে পালিয়েছে, বিশ্বকর্মা দেবের পুজো কাজের মাধ্যমে হোক। সাধারণ মানুষ যখন আনন্দে পুজো দিবেন তখন বিশ্বকর্মা আসবেন”।

বিজ্ঞাপন

তিনি আরও দাবী করেন, “পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি, অন্যদিকে হুগলিতে শতাধিক যুবক যুবতীদের চাকরির নিয়োগ পত্র দেওয়া নিয়ে তিনি বলেন সমস্ত কিছুই ভুয়ো”।

বিজ্ঞাপন

রাজ্যে শিল্প নিয়ে বারবার শাসক দলকে দুষে এসেছে বিরোধীরা। তাদের দাবী, গত ১১ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে কোনও বড় শিল্প আনতে পারে নি। এর জেরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। এই জন্য রাজ্য সরকারের জমিনীতিকে দায়ী করেন অনেকেই।

বিজ্ঞাপন

আবার অনেকের মতে, শাসকদলের দূর্নীতি ও কাটমানির ভয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চাইছেন না শিল্পপতিরা। এর ফলে একের পর এক শিল্প সম্মেলন করেও কোনও লাভ হয়নি। কর্মসংস্থান না হওয়ায় কাজের খোঁজে যুবক যুবতীরা রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছেন। ওদিকে চপ ভেজে, ঘুগনি বিক্রি করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই নিয়েও ফের একবার বিঁধতে শোনা গেল দিলীপ ঘোষকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading