West Bengal

নেতাজীকে নিয়ে রাজনীতি করা থেকে কেউ আটকাতে পারবেনা, বাপের ক্ষমতা থাকলে আটকাক! বেলাগাম দিলীপ

বিজ্ঞাপন
যেখানে ধর্মের সঙ্গে রাজনীতির মিশ্রন পছন্দ করতেন না খোদ নেতাজি সুভাষচন্দ্র বোস, সেখানেই গতকাল সরকারি অনুষ্ঠানে ধর্মীয় স্লোগান তুলে বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপি সমর্থকরা। আর সেই ঘটনার সমর্থনে দোষ ঢাকতে একের পর এক মন্তব্য করে চলেছেন বিজেপি নেতা-নেত্রীরা।
বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন। আর তার ঠিক দু’মাস আগেই দেশ নায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বাঙালি আবেগ জিততে বড় চাল চেলে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

বিজ্ঞাপন

নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালন নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ‘প্রতিযোগিতা’ চলে।

বিজ্ঞাপন
দেশের এই আইকনকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে শাসক-বিরোধী দু’পক্ষের মধ্যেই চলছে কাদা ছোঁড়াছুঁড়ি। যদিও তা অস্বীকার করেছে উভয়পক্ষই। কিন্তু দড়ি টানাটানির মাঝে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নেতাজিকে নিয়ে রাজনীতি করা হবেই বলে সাফ জানিয়ে দিলেন এই নেতা।

বিজ্ঞাপন

রবিবার নদিয়া উত্তরের বিজেপি শিক্ষা সেলের সংগঠনের পক্ষ থেকে ধুবুলিয়া থানার হাঁসডাঙা এলাকায় একটি কার্যবাহী বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “নেতাজি রাজনৈতিক নেতা ছিলেন। তাঁকে নিয়ে রাজনীতি করবই। কারোর বাপের হিম্মত আছে তো আটকাক।” নেতাজি আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতা-কর্মীরা যে ভোটবাক্স আরও মজবুত করার চেষ্টা করছে, সে অভিযোগ নতুন নয়। তারই মাঝে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। তাঁর মন্তব্যের সমালোচনাও করেছেন অনেকেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading