এনফর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার আলকেমিস্টের কর্ণধার কে ডি সিং।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ব্যবসায়ী ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন। ২০২০ সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি।
দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
ইডি সূত্রে জানানো হয়েছে, ২৩৯ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ রয়েছে কে ডি সিং-এর বিরুদ্ধে।
অভিযোগ, নিজস্ব ব্যবসায়িক সংস্থা অ্যালকেমিস্টের জন্য বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল। সেই টাকা সাইফনিং করা হয়ছে। আজই অভিযুক্তকে আদালতে তোলার সম্ভাবনা রয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে, এর আগে, সারদা এবং নারদ কাণ্ডের সময়ও একাধিকবার তৃণমূলের এই রাজ্যসভার সাংসদের নাম উঠে এসেছে। জেল থেকে সুদীপ্ত সেনের লেখা চিঠিতেই কে ডি সিং-এর নাম ছিল। সূত্রের খবর, বিগত কয়েকবছর ধরেই ইডির খাস নজরে ছিলেন কেডি সিং। এমনকী গত কয়েকদিন ধরেই দফায় দফায় তাঁকে জেরা চলছিল। আজও তাকে জেরা করা হয়। কে ডি সিং-এর বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে প্রথমে আটক করে ইডি এরপরই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিস্তারিত আসছে
Related Posts