রাজ্য

১৫ ঘণ্টা তল্লাশি চলেছিল, নিয়োগ দুর্নীতিতে এবার ‘কালীঘাটের কাকু’কে সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি, আগামী সপ্তাহেই দিতে হবে হাজিরা

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির নজরে রয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। জিজ্ঞাসাবাদের জন্য এবার তাঁকে হাজিরার নোটিশ পাঠাল ইডি। আগামী ৩০শে মে সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি প্রথম ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন। তাঁর দাবী ছিল, ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের  কাছে টাকা পাঠাতে হত বলেই তাঁকে জানান কুন্তল ঘোষ। পরে রাজ্যের বিরোধী দলনেতার টুইটেও ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গ উঠে আসে। এরপরই তদন্তকারীদের নজরে চলে আসেন সুজয়কৃষ্ণ ভদ্র।

এর আগে তাঁকে জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সিবিআই আধিকারিকরা একাধিকবার তলব করেছেন তাঁকে। এবার ইডির নজরেও এলেন তিনি। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সুজয়কৃষ্ণকে। সকাল ১১টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

গত শনিবারই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সকাল ছ’টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি। প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি চলেছিল।

এদিন তল্লাশির পর ‘কালীঘাটের কাকু’র বাড়ি থেকে একটি মোবাইল ও অনেক নথি উদ্ধার করেন আধিকারিকরা। ওই নথিতে তিনটি সংস্থার হদিশ মিলেছে বলে জানা গিয়েছে। সেই ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে ‘কালীঘাটের কাকু’কে।

debangon chakraborty

Related Articles

Back to top button