রাজ্য
ELECTION BREAKING: এই মুহূর্তে বাতিল! ভোট নিয়ে নয়া কী কী নিয়ম জানাল কমিশন?

ষষ্ঠ দফার ভোট শেষ হয়েছে একটু আগেই। এরমধ্যেই চাপে পড়ে বড় সিদ্ধান্ত নিল ইলেকশন কমিশন। কাল থেকে আর কোনো রোড শো আয়োজন করতে পারবে না কোনো রাজনৈতিক দল। করোনা পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নিল কমিশন।
প্রচারের জন্য বন্ধ থাকবে সমস্ত র্যালি। এছাড়াও বাকি দুই দফার জন্য কোনোরকম বড় জনসভা করা যাবে না। তবে ৫০০ জন নিয়ে ছোট জনসভা করা যাবে। সেক্ষেত্রে মানতে হবে সম্পূর্ণ কোভিড বিধি।
আজ সন্ধ্যা সাতটা থেকেই এই নিয়ম কার্যকরী হয়ে যাচ্ছে। যদিও এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তবুও সাধারণ মানুষ কমিশনের এই নির্দেশে খুশি।