West Bengal

WB Election 2021: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম, ভোট প্রক্রিয়ায় বড়সড় চক্রান্তের জল্পনা

বিজ্ঞাপন

আজ রাজ্যে তৃতীয় দফার ভোট। কিন্তু এর আগেই ঘটে গেল এক ঘটনা যা সকলকে রীতিমতো আশ্চর্য করার মতো। একদিকে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে দুষে যাচ্ছেন এই বলে যে তারা নাকিই বিজেপির কথামতো ভোট প্রক্রিয়া চালনা করছেন। ঠিক তখনই অন্যদিকে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল ইভিএম যা রীতিমতো গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল ইভিএম এবং ভিভিপ্যাড। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে বিজেপর বিরুদ্ধে কমিশনের সঙ্গে সমঝোতার অভিযোগ এনেছে তৃণমূল, সেখানে এক তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল ইভিএম।

বিজ্ঞাপন

আরও পড়ুন- পুলিশের সাহায্য নিয়েই একাধিক বুথে লাগামছাড়া ছাপ্পা ভোট তৃণমূলের, উত্তপ্ত রাজ্য রাজনীতি

বিজ্ঞাপন

এও খবর মিলেছে যে তৃণমূল নেতার বাড়িতে এই ইভিএম ও ভিভিপ্যাট পৌঁছে দিয়েছেন সেক্টর অফিসার। তাঁর এই কাজ নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে ওই সেকত অফিসারের জবাব, “ভীষণ ক্লান্ত ছিলাম। রাতে একটু জিরিয়ে নেওয়ার জন্য ওই বাড়িতে গিয়েছিলাম। জানতাম না, ওটা তৃণমূল নেতার বাড়ি। অন্যায় করেছি, অনেক দিন ধরে ভোটের কাজ করছি। বুঝতে পারলাম না, কীভাবে কী হল”।

বিজ্ঞাপন

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনায় একদিকে যেমন সেক্টর অফিসারের গাফলতির বিষয়টি সামনে এল, ঠিক তেমনি বিরোধীরা এ বিষয়ে শাসকদলকে আক্রমণ করারও সুযোগ পেয়ে গেল। এতদিন ধরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের সঙ্গে বিজেপির সমঝোতার কথা বলে এসেছেন, সেখানে খোদ তৃণমূল নেতার বাড়ি থেকেই উদ্ধার হল ইভিএম। এই ঘটনাকে ঘিরে ময়দানে নামবে বিজেপি-সহ নানান বিরোধী দল। এর জেরে তৃতীয় দফার ভোটে বেশ কিছুটা ব্যাকফুটে খেলতে পারে তৃণমূল। এর জেরে যথেষ্ট চাপের মুখে পড়েছে শাসকদল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading