‘কণ্ঠ আমার রুদ্ধ আজি…’, কালীঘাটের বৈঠকে মমতার ধমক খেয়ে অভিমানের সুর ফিরহাদের গলায়, দলে কোণঠাসা হচ্ছেন পুরমন্ত্রী?

নানান সময়ই নানান বিষয়ে মন্তব্য করে থাকেন তিনি। কিন্তু এবার তাঁকে অন্য বিষয়ে প্রশ্ন করা হলেই সপাটে তিনি বলেন, “অনলি কর্পোরেশন”। একথা শুনে বেশ হতবাকই হয়ে গিয়েছিলেন সকল সাংবাদিকরা। হঠাৎ এমন সুর কেন তাঁর গলায়? তাহলে কী দলে কোণঠাসা হচ্ছেন তিনি নাকি শীর্ষ নেতৃত্বের ধমকের জের? পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে এমনই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
এই নিয়ে ফিরহাদকে পাল্টা প্রশ্ন করা হলে তিনি রবীন্দ্রনাথের বাণী আওড়ে বলেন, “কণ্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সঙ্গীতহারা…”। তবে কী সত্যিই উপরমহলের চাপ? এই প্রশ্ন অবশ্য করার আগেই মন্ত্রীর তরফে উত্তর আসে, “দলের একটা শৃঙ্খলা রয়েছে। মিডিয়ায় অন্যান্য বিষয়ে বলার জন্য মুখপাত্ররা রয়েছেন। আমরা বলব কেন”?
উল্লেখ্য, প্রতি শুক্রবার কলকাতা পুরসভায় হয় ‘টক টু মেয়র’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শহরবাসী মেয়রকে ফোন করে নিজেদের অভাব-অভিযোগ শোনান। আর মেয়রও তা মেটানোর আশ্বাস দেন তাদের। তবে বাজেট অধিবেশনের কারণে এই ‘টক টু মেয়র’ অনুষ্ঠান শুক্রবার না হয়ে হয়েছিল গতকাল, শনিবার।
এদিন এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফিরহাদ হাকিম। সেখানে তাঁকে নানান বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি থামিয়ে দিয়ে বলেন, “অনলি কর্পোরেশন”। এরপর তাঁকে দিতিয়বার প্রশ্নের আগেই তিনি বলে ওঠেন, “কণ্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সঙ্গীতহারা…”। তাঁর এহেন মন্তব্য নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে। আর তাঁর এমন মন্তব্যে দলকেও বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে বৈ কী!
সূত্রের খবর, কালীঘাটের বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদকে ধমক দিয়ে তাঁকে সতর্ক করে দেন যাতে বেশি কথা তিনি না বলেন। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই এমন মন্তব্য করেছেন ফিরহাদ। নেত্রীর প্রতি কী তবে অভিমান হয়েছে তাঁর। বলে রাখা ভালো, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে ফিরহাদ পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, “আমি এই পার্থদাকে চিনি না’। তাঁর সেই মন্তব্যের জেরেই কী তাঁর কথায় কোপ পড়ল? এমন প্রশ্নও উঠতে বাকি নেই।