রাজ্য

‘দুর্নীতি করে পাপ করেছে, খুবই লজ্জার, এই পার্থদাকে আমি চিনি না’, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কটাক্ষ ফিরহাদের

শিক্ষক নিয়োগ দুর্নীতি (teacher recruitment scam) নিয়ে এখন উত্তাল গোটা রাজ্য। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতার। জেলবন্দি রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল নেতারা (TMC Leaders)। আর এর জেরে বেশ অস্বস্তিতে পড়েছে দল। এরই মধ্যে শুরু হয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্নে মুখে পড়েন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রসঙ্গে তিনি আক্ষেপের সুরেই বলেন, “এই পার্থদাকে আমি চিনি না”।

আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন কলকাতার ৮২ নম্বর ওয়ার্ডের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে যান ফিরহাদ হাকিম। পরীক্ষার্থীদের চকোলেট, জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। সেখানেই নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি।

ফিরহাদকে জিজ্ঞাসা করা হয় টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হলে পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে? এর জবাবে তিনি বলেন, “টাকা নিয়ে চাকরি হলে তা অন্যায় হয়েছে। এটা আমাদের সকলের কাছে লজ্জার। দুর্নীতি যে করেছে, সে পাপ করেছে”।

কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীরই নাম জড়িয়েছে। সেই বিষয়ে উত্তর দিতে গিয়ে বেশ আক্ষেপের সুরে ফিরহাদ বলেন, “এই পার্থদাকে আমি চিনি না। আমার অচেনা। এতদিন ধরে আমরা একসঙ্গে রাজনীতি করছি, কিন্তু এই পার্থদা আমার চেনা নয়”। তাঁর এই মন্তব্য থেকেই বেশ স্পষ্ট যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে দলের একাধিক নেতার যোগের কারণে দল যথেষ্ট অস্বস্তিতে পড়েছে।

প্রসঙ্গত, তথ্য মিলেছে, পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন অধিকাংশ দুর্নীতি ঘটেছে শিক্ষাক্ষেত্রে। এর তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। এই দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে। তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে যে কেউ যদি দুর্নীতি করে, তাহলে সেই দায় তার নিজের, দলের নয়।

Related Articles

Back to top button