West Bengal

BREAKING: শুনানিতে জামিন মঞ্জুর ফিরহাদ, মদন, শোভন ও সুব্রতর

বিজ্ঞাপন

অবশেষে দিনের শেষে জামিন পেলেন নারদ কাণ্ডে ধৃত চার প্রভাবশালী অভিযুক্ত। এদিন বিশেষ আদালতে শুনানি হয় তাদের। খারিজ হয় সিবিআইয়ের আবেদন। ভার্চুয়াল শুনানির পর চারজনকেই জামিন দেন বিচারক।

বিজ্ঞাপন

আজ, সোমবার সকাল থেকেই নারদ কাণ্ড নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এদিন সকালবেলাই নতুন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় সিবিআই। নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় তাঁকে। এখানে ডেকে পাঠানো হয় মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কেও।

বিজ্ঞাপন

এরপর বেলায় তাদের গ্রেফতার করে সিবিআই। আজ দুপুরেই তাদের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। ভার্চুয়াল মাধ্যমেই চলে শুনানি। প্রায় দেড় ঘণ্টা শুনানির পর কিছু নথি দেখতে চান বিচারক। সেসব নথি খতিয়ে দেখে এই চারজন অভিযুক্তকে জামিনের রায় দেন তিনি।

বিজ্ঞাপন

এই নিয়ে আজ সকাল থেকেই শুরু হয় চাপানউতোর। খবর পেয়েই নিজাম প্যালেসে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে সেখানেই ছিলেন তিনি। নিজাম প্যালেসের বাইরে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এই ঘটনার প্রতিবাদে জায়গায় জায়গায় দেখানো হয় বিক্ষোভ। আজ শুনানি শেষে নিজাম প্যালেস থেকে সোজা নবান্নে যান মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading