রাজ্য
করোনা সংক্রমিত প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ, নিজের বাসভবনে সস্ত্রীক কোয়ারেন্টাইনে

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh)। আপাতত সস্ত্রীক রয়েছেন কোয়ারেন্টাইনে (Quarantine) নিজ বাসভবনে।
সোশ্যাল মিডিয়াতে অতীন ঘোষ লিখেছেন “কয়েকমাস ধরে আমাদের শহরে করোনার লড়াইয়ে অংশ নিয়ে প্রথম সারিতে থেকে এবং সতর্ক থাকার পর আমি করোনা আক্রান্ত। মৃদু সংক্রমণ তাই আমি এবং আমার স্ত্রী বাসভবনে রয়েছি।”
অতীন ঘোষ তাঁর কাজের মানুষদের অনুরোধ করেছেন, যাঁরা দু’তিন দিনের মধ্যে তাঁর সংস্পর্শে এসে ছিলেন তাঁরাও যেন কোয়ারেন্টাইনে থাকেন। প্রাক্তন ডেপুটি মেয়র (Deputy Mayor) আশাবাদী, সবাই যদি সচেতন হন এবং সরকারি নির্দেশিকা ঠিকঠাক মেনে চলেন তাহলেই রাজ্যে দ্রুত করোনাকে প্রতিহত করে সুস্থভাবে ফিরে আসা সম্ভব।