নবান্নের নির্দেশে রাতারাতি উত্তরবঙ্গে বদলি করা হল শুভেন্দু-ঘনিষ্ঠ ৪ পুলিশ আধিকারিককে

হঠাৎ বদলির তলব। রাতারাতিই পূর্ব মেদিনীপুরের ৪ পুলিশ আধিকারিককে উত্তরবঙ্গে ব্দলির নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে। সূত্রের খবর অনুযায়ী, এই চার পুলিশ আধিকারিকই বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বেশ ঘনিষ্ঠ। এ কারণে হঠাৎ এই চার পুলিশ আধিকারিকের বদলির বিষয় প্রশ্ন জাগাচ্ছে গেরুয়া শিবিরে।
নবান্নের নির্দেশে এই পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে পুলিশ মহলে। তবে এই বিষয়টিকে বেশ হালকাভাবে নিচ্ছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার।
আরও পড়ুন- মদন তামাং হত্যাকাণ্ডে নয়া মোড়! সমস্ত তথ্যপ্রমাণ সমেত আদালতে গুরুংয়ের বিরুদ্ধে মামলা দায়ের সিবিআইয়ের
এই বিষয়ে তাঁর মন্তব্য, “এই ৪ পুলিশ আধিকারিকের বদলির নির্দেশিকায় আমার কিন্তু কোন স্বাক্ষর নেই। তবে তাঁরা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত থাকার কারণে, তাঁদের নিয়ম মেনেই ট্রান্সফার করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ খোঁজাটা একেবারেই সঠিক নয়”। এই বিষয়টিকে অন্যান্য স্বাভাবিক বদলির সঙ্গেই তুলনা করতে চান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার।
বদলি হওয়া চার পুলিশ আধিকারিকই ইন্সপেক্টর পদমর্যাদার ছিলেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে কালিম্পং-এ বদলি হওয়া অজয় কুমার মিশ্র শুভেন্দু অধিকারীর বিশেষ ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। শুভেন্দু যখন সাংসদ ও মন্ত্রী পদে ছিলেন, সেই সময় অজয় কুমার মিশ্র নন্দীগ্রামের আইসি ছিলেন।
আরও পড়ুন- ত্রিপুরায় বিজেপিকে হারাতে তবে কী এবার বামেদের সঙ্গে জোট বাঁধবে তৃণমূল? অবস্থান স্পষ্ট করলেন ব্রাত্য
সূত্রের খবর অনুযায়ী, বাকী তিনজনের মধ্যে পার্থ বিশ্বাসকে বদলি করানো হয়েছে দার্জিলিং-এ, রাজা মণ্ডলকে বদলি করানো হয়েছে দক্ষিণ দিনাজপুরে ও কোচবিহারে বদলি হয়েছেন প্রণব রায়। এঁরা সকলেই শুভেন্দু ঘনিষ্ঠ। এই কারণেই এই চার পুলিশ আধিকারিকের বদলির জেরে পুলিশ মহলেও নানান গুঞ্জন শুরু হয়েছে।