রাজ্য

রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই জুটল সমালোচনা, ‘ধনখড়ের পথে হাঁটছেন আনন্দ বোস’, তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’য় তুলোধোনা রাজ্যপালকে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলা, তাঁর মিছিলে বোমাবাজি-গুলির ঘটনায় রাজ্য ও রাজনীতি, দুই-ই উত্তপ্ত। এই ঘটনার জেরে গতকাল, রবিবার রাজভবনের (Raj Bhawan) তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আর এর ঠিক পরদিনই তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’তে (Jago Bangla) নতুন রাজ্যপাল সি ভি আনন্দ (C V Anand Bose) বোসের তুমুল সমালোচনা করা হল। ফের কী ধনখড়ের মতোই নতুন রাজ্যপালের সঙ্গেও তেমনই সমীকরণ হবে রাজ্যের, সে নিয়ে উঠেছে প্রশ্ন।

আজ, সোমবার তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে লেখা হয়েছে, “রাজ্যপাল যে আসলে বিজেপিরই গোপন অ্যাজেন্ডা বাস্তবায়িত করার প্রতিনিধি তা প্রমাণ করেছিলেন জগদীপ ধনকড়। প্রাক্তন রাজ্যপালের পথ দ্রুত অনুসরণ করার প্রতিযোগিতায় নেমে পড়েছেন বর্তমান রাজ্যপাল”।

এই সম্পাদকীয়তে দাবী করা হয়েছে যে বিজেপির একতরফা কথা শুনেই নাকি রাজ্যপাল বিবৃতি জারি করেছেন। শুধু তাই-ই নয়, এদিনের সম্পাদকীয়তে বিএসএফের পদস্থ আধিকারিকের বিরুদ্ধে যে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে, তা নিয়েও লেখা হয়েছে। মুখপত্রের অভিযোগ, রাজ্যপাল কেন এই বিষয় কোনও কথা বলছেন না!

এর আগে রাজ্য প্রশাসনের সঙ্গে একাধিকবার নানান সংঘাতে জড়িয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন ও নবান্নের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। শিক্ষাক্ষেত্র থেকে স্বাস্থ্যক্ষেত্র, নানান বিষয়ে দুর্নীতি নিয়ে রাজ্য ও প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ধনখড়। রাজভবন-নবান্নের মধ্যে চিঠি চালাচালি থেকে টুইট চালাচালি কিছুই বাদ যায়নি।

তবে সি ভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালোই ছিল। দু’পক্ষের মধ্যে বেশ সুসম্পর্কই গড়ে উঠছিল বলে মনে করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় রাজ্যপালের মুখে।

রাজ্য বিধানসভা বাজেটে রাজ্যপালের ভাষণ নিয়েও কম বিতর্ক হয়নি। এরপর তাঁর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে পদ থেকে সরিয়ে দিলে তার বিরোধিতা করা হয় তৃণমূলের তরফে। এরপর দিনহাটার নিশীথের কনভয়ে তৃণমূলের হামলা নিয়ে রাজ্যের বিরুদ্ধে কড়া বিবৃতি জারি করায় এবার রাজ্য সরকারের বিরাগভাজন হলেন নতুন রাজ্যপালও। এবার রাজভবন-নবান্নের সম্পর্ক কোনদিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Articles

Back to top button