রাজ্য

বিশ্বভারতী কান্ড: সিবিআই তদন্তের দাবি, গোটা ঘটনায় কড়া অবস্থান হাইকোর্টের

এবার বিশ্বভারতী কান্ডে দাবি উঠল সিবিআই তদন্তের। আইনজীবী রমাপ্রসাদ সরকার গোটা ঘটনার সিবিআই তদন্ত চেয়ে দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের। আজ ছিল সেই মামলার প্রথম শুনানির দিন। মামলাকারী সেখানেই কিভাবে সেদিনের ঘটনা ঘটেছিল তার সম্পর্কে বিস্তারিত জানান প্রধান বিচারপতিকে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

আইনজীবী রমাপ্রসাদ সরকারের দাবি, বিশ্বভারতী কাণ্ডে হাইকোর্টের নজরদারিতে একটি বিশেষ কমিটি গঠন করা হোক।

প্রসঙ্গত, এর আগে যাদবপুর‌ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ঢুকে হামলায় নির্দেশিকা দিয়েছিল হাইকোর্ট। পরিবেশ আদালতও এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা‌ দিয়েছিল কিন্তু তারপরেও বিশ্বভারতীতে এই কান্ড কী করে ঘটল এই নিয়েই বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। রমাপ্রসাদ সরকার আদালতে এই বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ বিশ্বভারতীর অদূরেই বোলপুর থানা। পুলিশ সেইদিন বিশৃঙ্খলার সময়ে কোনোরকম ব্যবস্থাই নেয়নি।

এই মামলায় বিশ্বভারতী সহ কেন্দ্রীয় সরকার ও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছে আদালত। এছাড়াও আগামী শুক্রবার আইনজীবীদের হাইকোর্টে হাজিরা দিতে হবে।

প্রসঙ্গত, গত সোমবার নিজে দাঁড়িয়ে থেকে উপাচার্য পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়ার কাজের তদারকি করছিলেন। সেই সময় তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ির শতাধিক লোক নিয়ে এসে সেই কাজে বাঁধা দেন এবং ভাঙচুর শুরু করেন। গোটা ঘটনায় সেই সময় পুলিশ নিষ্ক্রিয় থাকলেও পরবর্তীকালে নরেশ বাউড়ি সহ নয়জন তৃণমূল নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে পুলিশ।

এই ঘটনা ঘিরে এবার নজিরবিহীন এক পরিস্থিতির মুখে পড়ল দেশের ঐতিহ্যমণ্ডিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী। বিজেপির তরফ থেকে গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু হয় কলকাতার বিভিন্ন প্রান্তে। অপরদিকে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অভিযোগ জানানো হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে। এছাড়াও রাজ্যপাল জগদীপ ধনখড়কেও এই বিষয়ে অভিযোগ জানানো হয় বিজেপির তরফ থেকে।

আজ বোলপুরে দমকল অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। তাদের অভিযোগ, রাজ্য সরকারের নেতা, মন্ত্রীদের মদতেই বিশ্বভারতীতে এই তাণ্ডবলীলা ঘটেছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে এবিভিপি। নইলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে তারা।

debangon chakraborty

Related Articles

Back to top button