রাজ্য

বাংলাদেশের স্মৃতি ফিরল খোদ পশ্চিমবঙ্গেই, ভাঙা হল হিন্দু দেবদেবীর মূর্তি, ব্যাপক উত্তেজনা স্বরূপনগরে

ফিরল বাংলাদেশের স্মৃতি। উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে ভাঙা হল হিন্দু দেবদেবীর মূর্তি। কে বা কারা এই মূর্তি ভেঙেছে, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সেই এলাকায়। ক্ষতিগ্রস্ত মূর্তিগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কিছুদিন পরই রাস উৎসব। এই কারণে চলছিল মূর্তি গড়ার কাজ। কিন্তু আজ, বুধবার সকালে ঘুম ভাঙতেই এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হন স্বরূপনগরের বাসিন্দারা। দেখেন, রাসপুজোর জন্য যে দেবদেবীর মূর্তি গড়া হচ্ছিল, তা ভেঙে ফেলা হয়েছে।

দেখা যায়, কোনও মূর্তির মাথা কাটা তো কোনও মূর্তির হাত ভাঙা। এমন ঘটনায় স্বভাবতই চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, তাদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

ঘটনার খবর দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। ক্ষতিগ্রস্ত মূর্তিগুলি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে বলে খবর। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখার কাজ চলছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ সরকার।

উল্লেখ্য, গত অক্টোবর আসে দুর্গাপুজোর অষ্টমীর দিন বাংলাদেশের কুমিল্লা জেলার নানুয়ার দিঘিরপাড় পুজোমণ্ডপে কোরান রাখা নিয়ে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় ৯ মামলায় ৭৯১ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে কোতয়ালি মডেল থানায় পাঁচটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দু’টি এবং দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে।

মোট ৯১ জনের নাম উল্লেখ করে মামলায় ৭০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মণ্ডপের আশপাশ-সহ নগরীর বেশ কয়েকটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইকবালকে শনাক্ত করে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খোদ পশ্চিমবঙ্গেই ভাঙা হল হিন্দু দেবদেবীর মূর্তি। স্বরূপনগরেও ঘটল এই কাণ্ড।

Related Articles

Back to top button