West Bengal

বাঁকুড়ার মানুষদের জন্য সুখবর দিল রেল! হাওড়া থেকে বাঁকুড়া সরাসরি ইন্টারসিটি ট্রেন চালবে এবছর থেকেই, খবর রেল সূত্রে

বিজ্ঞাপন

হাওড়া থেকে বাঁকুড়া আসতে অনেক সময় লেগে যাচ্ছে? অথবা বাঁকুড়া থেকে কলকাতায় কোনও কাজে সঠিক সময়ে পৌঁছতে পারছেন না? এবার আর সেই সমস্যা হবে না। চলতি বছরেই বাঁকুড়া-মশাগ্রাম হয়ে সরাসরি হাওড়া আসবে ইন্টারসিটি এক্সপ্রেস। সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।

বিজ্ঞাপন

পূর্ব রেল সূত্রে খবর, চলতি বছরের মধ্যেই এই ট্রেন পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে। কয়েকমাস আগে প্রাক্তন সাংসদ ও এক সময়ের রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচার্য পূর্ব রেলের জিএম অরুণ অরোরার কাছে একটি মাত্র ট্রেন বাঁকুড়া থেকে হাওড়া (ভায়া মশাগ্রাম) চালানোর দাবি করেছিলেন। সেই দাবিকে মান্যতা দিল পূর্ব রেল।

বিজ্ঞাপন

বাসুদেব আচার্য জানিয়েছেন, “জিএম একটি ট্রেনে চালানোর আশ্বাস দিয়ে চিঠি দিয়েছেন। দক্ষিণ দামোদর তথা বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষেরা এই পরিষেবার ফলে ব্যাপক উপকৃত হবে। বিশেষত পাত্রসায়র, সোনামুখী ও ইন্দাসের মানুষজন সরাসরি কলকাতায় আসার সুযোগ পাবে। এই সব এলাকার মানুষজনকে কলকাতা আসতে বাঁকুড়া না হলে দূর্গাপুর এসে তারপর ট্রেন ধরতে হয়”।

বিজ্ঞাপন

বাসুদেব বাবু আরও বলেন, একটি ট্রেনই দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারবে। এই ট্রেন চালু হলে বাঁকুড়া থেকে দক্ষিণ দামোদরের মানুষজন সহজে কলকাতা যাতায়াত করতে পারবে বলে বাসিন্দাদের একাংশের মত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading