দুর্নীতির জাল অনেক গভীর! নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু ঘনিষ্ঠ অয়নের বাড়িতে মিলল ওএমআর শিটের পাহাড়, রয়েছ চাকরিপ্রার্থীদের তালিকাও

গতকাল, শনিবার নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বন্ধু প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে হানা দেয় ইডি। সারারাত ধরে চলে তল্লাশি। সেই অফিস থেকে প্রায় ৩০০-৪০০ ওএমআর শিট উদ্ধার হয়েছে বলে খবর ইডি সূত্রে। এছাড়াও মিলেছে চাকরিপ্রার্থীদের তালিকাও। একজন প্রোমোটারের অফিস থেকে নিয়োগ সংক্রান্ত নথি কীভাবে মিলতে পারে, তা নিয়ে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, গতকাল, শনিবার দুপুর তিনটের পরে অয়নের বাড়ি ও অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সল্টলেকের এফডি ব্লকের অফিসের আলমারির মধ্যে থেকে মিলেছে একাধিক ওএমআর শিট ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা।
ইডি আধিকারিকদের অনুমান, অয়নও এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর মাধ্যমেই বিপুল পরিমাণ টাকা লেনদেন করা হয়েছে। এমনকী শান্তনু ও অয়নের যৌথ সম্পত্তির হদিশ মিলেছে বলেও ইডি সূত্রে জানা গিয়েছে।
শুধুমাত্র নিয়োগ সংক্রান্ত নথিই নয়, অয়নের এই অফিস থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের খবরও মিলেছে বলে জানিয়েছে ইডি। টলিউডের বেশ কিছুজনের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে অয়নের, এমনও তথ্য মিলেছে। তবে টলিপাড়ার ঠিক কাদের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল, তা এখনও জানা যায়নি। অয়নের একটি রেকর্ডিং স্টুডিও-ও রয়েছে বলে খবর।
ইডি সূত্রে খবর, শান্তনুর দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকার লেনদেন হয়েছে। গতকাল শান্তনুর বলাগড়ের গেস্ট হাউসে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। শান্তনুর ফ্ল্যাটেও জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই জানা যায় অয়নের তৈরি একটি আবাসনে শান্তনুর একটি ফ্ল্যাট রয়েছে। সেই সূত্র ধরেই অয়নের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। অয়ন ও তার মা-বাবাকে জেরাও করে ইডি।