West Bengal

পার্থ-কাণ্ডের জের, দলের উপর আস্থা হারাচ্ছেন কর্মীরা, দুর্নীতির প্রতিবাদে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শ’য়ে শ’য়ে নেতা-কর্মী

বিজ্ঞাপন

বর্তমানে রাজ্য-রাজনীতি এখন উত্তাল পার্থ-কাণ্ড নিয়ে। এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Scam Case) জেরে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দু’টি ফ্ল্যাট থেকে মোট ৫০ কোটি টাকা ও প্রচুর সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে নাম জড়িয়েছে পার্থর।

বিজ্ঞাপন

এই ঘটনা রাজ্যবাসীর উপর প্রভাব ফেলেছে। আর এই ঘটনাকে হাতিয়ার করেই শাসক দলের বিরুদ্ধে মাঠে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলি। সিপিএম থেকে শুরু করে বিজেপি, সকলেরই আক্রমণের তেজ আরও বেশি ঝাঁঝালো হয়েছে। এমনকি, এরই মধ্যে ভাঙন ধরতেও শুরু করেছে শাসক শিবিরে।

বিজ্ঞাপন

সূত্রের খবর অনুযায়ী, গত শনিবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের চেমিয়া গ্রামে প্রায় ১২০০ তৃণমূল ও সিপিএম কর্মীরা দল ছেড়ে যোগ দেন বিজেপিতে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে হয় এই যোগদান। এই নেতা-কর্মীদের দাবী, তৃণমূলের নৈরাজ্য, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তারা দল ছেড়েছেন।

বিজ্ঞাপন

এদিন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল ও কংগ্রেসকে আক্রমণ শানান দিলীপ ঘোষ। তিনি বলেন, “টাকা নিয়ে এরাই দৌড়াদৌড়ি করছে কোথায় লুকোবে। যারা এসব করেছে, তারাই আবার পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় চেঁচামেচি করেছে, আটকানোরও চেষ্টা করছে। এতদিন আটকেও রেখেছিল, কিন্তু পারেনি। এখন তাঁদের লোকেরা একে একে ধরা পড়ছে”।

বিজ্ঞাপন

বলে রাখি, গত শনিবার রাতেই হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। এই টাকা উদ্ধারের ঘটনায় ফের একবার উত্তাল রাজনীতি। কংগ্রেসের দাবী, বিজেপি ঝাড়খণ্ডের সরকার ফেলার জন্য এই ষড়যন্ত্র করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading